শ্রীলংকায় বিরোধীদলীয় রাজনীতিবিদকে নিজ কার্যালয়েই গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৭:৫২ পিএম

শ্রীলংকার বিরোধীদলীয় এক নেতাকে বুধবার তার নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত রাজনীতিবিদের নাম লাসান্তা বিক্রমাসেকেরা (৩৮)। তিনি উপকূলীয় শহর ওয়েলিগামা নগর পরিষদের চেয়ারম্যান ছিলেন।
বুধবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তামিল গার্ডিয়ান।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বিক্রমাসেকেরা তার কার্যালয়ে সাধারণ মানুষের সঙ্গে বৈঠক করছিলেন। সেই সময় এক বন্দুকধারী প্রবেশ করে রিভলভার দিয়ে একাধিক গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই রাজনীতিবিদ।
এক বিবৃতিতে পুলিশ জানায়, হত্যাকারীকে ধরতে তদন্ত চলছে, তবে হামলার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়।
নিহত বিক্রমাসেকেরা বিরোধী দল সামাগি জানা বালাভেগায়া (এসজেবি)-এর সদস্য ছিলেন। ওয়েলিগামা পরিষদের নিয়ন্ত্রণ নিয়ে শাসক দলের সঙ্গে এই দলটির তিক্ততা চলছিল বলে জানা গেছে।
চলতি বছর শ্রীলংকায় সহিংস অপরাধের প্রবণতা বেড়েছে। এর বেশিরভাগই মাদক চক্র ও সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এ বছর দেশটিতে ১০০টিরও বেশি বন্দুক হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন।