Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ডিভি লটারি থেকে বাদ পড়লো কোন কোন দেশ?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৪:৫৮ পিএম

যুক্তরাষ্ট্রের ডিভি লটারি থেকে বাদ পড়লো কোন কোন দেশ?
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজের স্বপ্ন দেখা বাংলাদেশিদের জন্য হতাশার খবর! ২০২৬ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারিতে আবেদনের যোগ্য দেশগুলোর তালিকায় এবারও নেই বাংলাদেশ। শুধু বাংলাদেশই নয়, বাদ পড়ার তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, চীনের মতো দেশগুলোও।

ডিভি ২০২৬-এর নির্দেশনা অনুযায়ী, এ বছর ডিভি লটারিতে মোট ১৯টি দেশ অংশ নিতে পারবে না। দেশগুলো হলো- বাংলাদেশ, ব্রাজিল, কানাডা, চীন (মূল ভূখণ্ড এবং হংকংসহ), কলম্বিয়া, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, এল সালভাদর, হাইতি, হন্ডুরাস, ভারত, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভেনিজুয়েলা ও ভিয়েতনাম।

তালিকায় এ বছর নতুন যুক্ত হয়েছে কেবল কিউবা। বাকিগুলো গত বছরও বাদ পড়ার তালিকায় ছিল।

এসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার বেশি হওয়ায় তারা ডিভি লটারির আবেদন প্রক্রিয়া থেকে বাদ পড়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত তালিকা অনুযায়ী, এশিয়ার ৩১টি দেশ ও অঞ্চল ২০২৬ সালের ডিভি লটারিতে আবেদন করতে পারবে। এর মধ্যে রয়েছে আফগানিস্তান, বাহরাইন, ভুটান, ব্রুনাই, বার্মা (মিয়ানমার), কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইসরায়েল, জাপান, জর্ডান, কুয়েত, লাওস, লেবানন, মালয়েশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, নেপাল, উত্তর কোরিয়া, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সিরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, পূর্ব তিমুর, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

ডিভি লটারি কী?
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রতিবছর ‘ডাইভারসিটি ভিসা’ (ডিভি) প্রোগ্রামের মাধ্যমে সীমিতসংখ্যক অভিবাসন ভিসা প্রদান করে। কম হারে অভিবাসন হয়ে থাকে এমন দেশগুলোর নাগরিকরা এ কর্মসূচির আওতায় আবেদন করতে পারেন। প্রতি বছর সর্বোচ্চ ৫৫ হাজার অভিবাসী এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পান।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার