Logo
Logo
×

আন্তর্জাতিক

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, দেশে ভরি কত?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৭:৩৬ পিএম

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, দেশে ভরি কত?

সংযুক্ত আরব আমিরাতে মূল্যবান ধাতু স্বর্ণের দাম রেকর্ড উচ্চতার কাছাকাছি পৌঁছেছে। সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টায় প্রতি আউন্স স্বর্ণ ৪,২৬৬ দশমিক ২০ ডলারে লেনদেন হয়, যা আগের তুলনায় ০ দশমিক ৩৯ শতাংশ বেশি।

‘সোনার শহর’ হিসেবে পরিচিত দুবাইতেও স্বর্ণের দাম ছুঁয়েছে নতুন মাইলফলক। ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রথমবারের মতো প্রতি গ্রামে ৫০০ দিরহাম ছাড়িয়ে গেছে।

এই অবস্থায় বিশ্লেষকরা খুচরা বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। তাদের মতে, বাজারে প্রবেশের জন্য এখনই উপযুক্ত সময় নয়। বরং ৫–১০ শতাংশ দামের পতন হলে সেটাই হতে পারে বিনিয়োগের আদর্শ সুযোগ।

পেপারস্টোন-এর গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, ‘এই মুহূর্তে অনেকেই স্বর্ণে বড় পজিশন ধরে রেখেছে। তাই ছোটখাটো পতনের সময়ই অনেক বিনিয়োগকারী বাজারে ঢোকার চেষ্টা করছেন। যদিও বড় ধরনের পতনের আশঙ্কা নেই, তবে ৫–১০ শতাংশ দাম কমলে সেটিই হবে পরবর্তী বড় ঊর্ধ্বগতির আগে একটি আদর্শ এন্ট্রি পয়েন্ট।’

তিনি আরও জানান, ‘যদিও স্বর্ণের দাম অনেক বেড়েছে, বড় বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো এখনো পর্যাপ্ত পরিমাণে স্বর্ণ ধারণ করেনি। যেহেতু স্বর্ণ অন্যান্য সম্পদের সঙ্গে তুলনামূলকভাবে অপ্রাসঙ্গিক, এটি পোর্টফোলিও বৈচিত্র্যের জন্য অত্যন্ত কার্যকর।’

এদিকে দেশের বাজারে আজ (সোমবার) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকার বিক্রি হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার