Logo
Logo
×

আন্তর্জাতিক

মাঝ-আকাশে হঠাৎ ১০ হাজার ফুট নেমে এল বোয়িং ৭৩৭ বিমান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৩:১২ পিএম

মাঝ-আকাশে হঠাৎ ১০ হাজার ফুট নেমে এল বোয়িং ৭৩৭ বিমান

ডেনভার থেকে লস অ্যাঞ্জেলেসগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানের মাঝ আকাশে উইন্ডশিল্ড ফেটে যাওয়ার পর জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। এই ঘটনায় একজন পাইলট আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটে ১৬ অক্টোবর, ফ্লাইট UA1093 তে। সেখানে ১৪০ জন যাত্রী এবং ক্রু ছিলেন। বিমানটি ৩৬,০০০ ফুট উচ্চতায় উড়ছিল। কিন্তু মাঝ-আকাশে আচমকা বিমানের জানালার কাচ ফেটে যায়। এক ধাক্কায় প্রায় ১০,০০০ ফুট নেমে আসে বিমানটি। বিপদ বুঝে তড়িঘড়ি জরুরি অবতরণ করতে বাধ্য হন চালক। সল্টলেক সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে বিমানটি।

কাচ ভেঙে বিমানের একজন পাইলট আহতও হয়েছেন। পাইলটের হাতে কাচের টুকরো গেঁথে গিয়েছে এমনটাই বলা হচ্ছে। অন্য দিকে, জরুরি অবতরণের ছয় ঘণ্টা পর আর একটি বিমানে করে যাত্রীদের লস অ্যাঞ্জেলেসে পাঠানো হয়েছে। তবে কীভাবে ওই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়।

অনলাইনে শেয়ার করা ছবিতে ফাটল ধরা উইন্ডশিল্ড এবং একজন পাইলটের হাতে আঘাতের চিহ্ন দেখা গেছে। এর অর্থ হল বিমানটিতে আগে থেকে কাঠামোগত কোনো সমস্যা ছিল না। বিমানটি সল্ট লেক সিটি থেকে প্রায় ৩২২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল যখন ক্রুরা বিমানে সমস্যা দেখতে পান এবং অন্য রুটে  যাওয়ার সিদ্ধান্ত নেন। পাইলটরা দ্রুত জরুরি প্রক্রিয়া অনুসরণ করে বিমানটিকে নিরাপদে অবতরণ করান। 

বিমান বিশেষজ্ঞরা মনে করছেন ছোট উল্কাপিণ্ডের সঙ্গে সংঘর্ষে এমনটা হয়েছে। বিমানের উইন্ডশিল্ডে পোড়া দাগও দেখা গিয়েছে বলে দাবি। সাধারণত, বিমানের উইন্ডশিল্ডগুলো পাখির ধাক্কা এবং বড় চাপের পরিবর্তন সহ্য করার জন্য ডিজাইন করা হয়। তবে উচ্চ গতি সম্পন্ন কোনও বস্তু সহজেই সেই সীমা অতিক্রম করতে পারে। ইউনাইটেড এয়ারলাইন্স নিশ্চিত করেছে যে কোনও যাত্রী আহত হয়নি এবং পাইলটের অবস্থা স্থিতিশীল। ফাটলের কারণ সম্পর্কে বিমান সংস্থা এখনও কোনও মন্তব্য করেনি।

সূত্র :  এনডিটিভি

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার