Logo
Logo
×

আন্তর্জাতিক

ঊর্ধ্বগতির মধ্যেই বিশ্ববাজারে সোনার দরপতন, আবারও বৃদ্ধির আশঙ্কা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৭:১৭ পিএম

ঊর্ধ্বগতির মধ্যেই বিশ্ববাজারে সোনার দরপতন, আবারও বৃদ্ধির আশঙ্কা

রেকর্ড উচ্চতা স্পর্শ করার পর শুক্রবার সোনার দাম হঠাৎ ২ শতাংশের বেশি পড়ে গেছে। ডলারের শক্তিশালী অবস্থান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘চীনের ওপর পূর্ণমাত্রার শুল্ক আরোপ টেকসই নয়’ মন্তব্য এই পতনের মূল কারণ বলে বিশ্লেষকদের মত।

স্পট গোল্ডের দাম শুক্রবার দুপুর ১টা ৩৮ মিনিটে (ইটি) ২.৬% কমে প্রতি আউন্সে চার হাজার ২১১.৪৮ ডলারে দাঁড়ায়, যদিও এর আগেই সোনা সেশনের শুরুতে ইতিহাসের সর্বোচ্চ চার হাজার ৩৭৮.৬৯ ডলার স্পর্শ করেছিল। প্রথমবারের মতো বৃহস্পতিবার সোনার দাম প্রতি আউন্সে চার হাজার ৩০০ ডলার পেরিয়ে যায়।

পুরো সপ্তাহের হিসাবে সোনার দাম এখনো প্রায় ৪.৮ শতাংশ বৃদ্ধি দেখাচ্ছে।

ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার ২.১ শতাংশ কমে প্রতি আউন্সে চার হাজার ২১৩.৩০ ডলারে স্থিত হয়। ডলার সূচক ০.১ শতাংশ বেড়েছে, ফলে বিদেশি ক্রেতাদের জন্য ডলার নির্ধারিত সোনা আরো ব্যয়বহুল হয়ে উঠেছে।

এর আগে সোনার দাম সপ্তাহের সবচেয়ে বড় উত্থানের পথে ছিল, যা ২০০৮ সালের লেহম্যান ব্রাদার্স ধসের পর দেখা যায়নি।

স্বাধীন ধাতু বিশ্লেষক তাই ওয়ং বলেন, ‘ট্রাম্পের সাম্প্রতিক শান্তস্বভাবী বক্তব্য, যা ১০০ শতাংশ শুল্ক ঘোষণার পর এসেছে, তা সোনার উর্ধ্বগতিতে খানিকটা ঠান্ডা হাওয়া বইয়ে দিয়েছে।’

ট্রাম্প শুক্রবার নিশ্চিত করেন, তিনি শিগগিরই চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন, যা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত করেছে।

ভূরাজনৈতিক অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয়, ডলার থেকে সরে যাওয়া এবং সোনা-ভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে বিনিয়োগ বৃদ্ধির কারণে এ বছর সোনার দাম ইতিমধ্যেই ৬৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সুদের হার কমানোর প্রত্যাশাও সোনার বাজারকে জোর দিচ্ছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্লোবাল কমোডিটি রিসার্চ প্রধান সুকি কুপার বলেন, ‘আমরা ২০২৬ সালে সোনার গড় দাম চার হাজার ৪৮৮ ডলার হবে বলে পূর্বাভাস দিচ্ছি এবং বাজারকে সমর্থনকারী দীর্ঘমেয়াদি কাঠামোগত কারণে দাম আরো বাড়ার ঝুঁকি রয়েছে।’

মার্কেট বর্তমানে ধারণা করছে, ফেডারেল রিজার্ভ অক্টোবর ও ডিসেম্বরের বৈঠকে দুই দফা সুদের হার ০.২৫ শতাংশ কমাতে পারে।

এইচএসবিসি ২০২৫ সালের সোনার গড় দাম ১০০ ডলার বাড়িয়ে তিন হাজার ৪৫৫ ডলার নির্ধারণ করেছে এবং ২০২৬ সালে তা পাঁচ হাজার ডলারে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।

অন্যদিকে উৎসব মৌসুম ঘনিয়ে আসায় এশিয়ায় সোনার চাহিদা এখনো শক্তিশালী রয়েছে, ভারতের বাজারে প্রিমিয়াম ১০ বছরের মধ্যে সর্বোচ্চ।

ট্রাম্প শুক্রবার তার আগের কড়া ভাষা নরম করে বলেন, চীনা আমদানির ওপর ১০০% শুল্ক আরোপ ‘টেকসই হবে না’।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার