মালদ্বীপে একসঙ্গে ৬২৩ জনের ডাইভে বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১১:৪৭ এএম

মালদ্বীপের বি অ্যাটলের ভিল্লিংগিলিফারু দ্বীপে এক ঐতিহাসিক আয়োজনে একসঙ্গে ৬২৩ জন ডাইভার ডুব দিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন। শনিবার বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হওয়া এ ডাইভটি মাত্র ছয় মিনিটে সম্পন্ন হয়।
১৫টি রিসোর্ট ও ১৩টি দ্বীপের অংশগ্রহণে আয়োজিত এ ইভেন্ট মালদ্বীপের ঐক্য, কমিউনিটি স্পিরিট এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের প্রতি অঙ্গীকারের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
মালদ্বীপ মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশনের প্রধান নির্বাহী ইব্রাহিম শিউরি বলেন, এই রেকর্ড শুধু একটি অর্জন নয়; এটি আমাদের ঐক্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মহাসাগর সংরক্ষণের দৃঢ় অঙ্গীকার।
ভিজিট মালদ্বীপ কর্তৃপক্ষ ডাইভ শেষে বি অ্যাটল কাউন্সিলকে সম্মাননা সনদ, ফলক ও ব্যাজ প্রদান করে।
বি অ্যাটল ইউনেস্কো ঘোষিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, যা পরিবেশবান্ধব পর্যটন ও সমৃদ্ধ সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত।
১৫টি রিসোর্ট ও ১৩টি দ্বীপের অংশগ্রহণে আয়োজিত এ ইভেন্ট মালদ্বীপের ঐক্য, কমিউনিটি স্পিরিট এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের প্রতি অঙ্গীকারের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
মালদ্বীপ মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশনের প্রধান নির্বাহী ইব্রাহিম শিউরি বলেন, এই রেকর্ড শুধু একটি অর্জন নয়; এটি আমাদের ঐক্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মহাসাগর সংরক্ষণের দৃঢ় অঙ্গীকার।
ভিজিট মালদ্বীপ কর্তৃপক্ষ ডাইভ শেষে বি অ্যাটল কাউন্সিলকে সম্মাননা সনদ, ফলক ও ব্যাজ প্রদান করে।
বি অ্যাটল ইউনেস্কো ঘোষিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, যা পরিবেশবান্ধব পর্যটন ও সমৃদ্ধ সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত।