Logo
Logo
×

আন্তর্জাতিক

মক্কাকে ঘিরে নতুন মহাপরিকল্পনা সৌদি আরবের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০২:৪২ এএম

মক্কাকে ঘিরে নতুন মহাপরিকল্পনা সৌদি আরবের

পবিত্র নগরী মক্কার গ্র্যান্ড মসজিদকে ঘিরে সুবিশাল পরিকল্পনা সাজিয়েছে সৌদি আরব। নতুন প্রকল্পের আওতায় মক্কা গ্র্যান্ড মসজিদের কাছে ৯ লাখ নামাজের স্থান যুক্ত করা হবে।

গত বুধবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মক্কা গ্র্যান্ড মসজিদের পাশে উন্নয়ন প্রকল্পটির উদ্বোধন করেছেন। প্রকল্পের দায়িত্বে থাকা আরইউএ আলহারাম আলমাক্কি কোম্পানি জানিয়েছে, ১২০০ বর্গমিটারের (৪.৬ বর্গমাইল) প্রকল্পটি গ্র্যান্ড মসজিদে প্রবেশাধিকার আরও উন্নত করবে, তবে এর ব্যয় কত বা কখন এটি সম্পন্ন হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।

পবিত্র মক্কা নগরীতে বহুমুখী এই প্রকল্পটিকে মক্কা এবং এর কেন্দ্রীয় অঞ্চলের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এটি আধুনিক নগর পরিকল্পনায় একটি বিশ্বব্যাপী মানদণ্ড বলেও মনে করা হচ্ছে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, কিং সালমান গেটের নগর উন্নয়ন এবং অবকাঠামোগত রূপান্তর গ্র্যান্ড মসজিদে প্রবেশাধিকার বৃদ্ধি এবং পরিষেবার মান উন্নত করতে অবদান রাখবে। এটি পাবলিক পরিবহন নেটওয়ার্কের সঙ্গেও সংযুক্ত থাকবে।

খালিজ টাইমসের খবরে বলা হয়, সমন্বিত প্রকল্পটি পরিষেবার স্তর উন্নত করার ওপর অগ্রাধিকার দেবে, একই সঙ্গে আবাসিক, আতিথেয়তা, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সুবিধা প্রদান করবে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রকল্পের আওতায় মক্কার সাংস্কৃতিক ও ঐতিহাসিক উত্তরাধিকার সংরক্ষণ করে প্রায় ১৯ হাজার বর্গমিটার ঐতিহ্যবাহী স্থান পুনরুদ্ধার এবং উন্নয়ন করবে। আগামী ২০৩৬ সালের মধ্যে তিন লাখেরও বেশি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সৌদি ভিশন ২০৩০-এর অর্থনৈতিক রূপান্তরের লক্ষ্যে অবদান রাখবে সৌদির এই প্রকল্প।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার