Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রকাশ্য আদালতে নারীকে ‘চুম্বন’ আইনজীবীর, ভিডিও ভাইরাল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৮:১৪ পিএম

প্রকাশ্য আদালতে নারীকে ‘চুম্বন’ আইনজীবীর, ভিডিও ভাইরাল

আদালত প্রাঙ্গণ কোনো ব্যক্তিগত আবেগের জায়গা নয় যে, আপনি যা খুশি করবেন। এটি হচ্ছে  বাড়ি-জমি-দলিল-খুন-জখম-বিচ্ছেদের মতো নিরস বিষয়ের জায়গা। আইনের কচকচিই শেষ কথা। সেখানেই কিনা এক নারীকে চুম্বন করে ভাইরাল জনৈক আইনজীবী। গত ১৩ অক্টোবর এমনই এক ঘটনা ঘটে দিল্লির হাইকোর্টে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া আইনজীবীর আপত্তিকর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

জানা গেছে, হাইকোর্টে একটি মামলার ভার্চুয়াল শুনানির আগের মুহূর্তের ভিডিও সেটি। তখনো আদালতের শুনানি শুরু হয়নি। বিচারপতির জন্য অপেক্ষা করছিলেন দুই পক্ষ। সেই সময়ে আপত্তিকর ঘটনাটি ঘটে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, আইনজীবী আদালতের পোশাক পরে তার কক্ষে বসে আছেন। তার মুখের একটি অংশ শুধু দেখা যাচ্ছে। সামনে শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছেন। হঠাৎই নারীর হাত ধরে টানতে শুরু করেন আইনজীবী। অস্বস্তিতে পড়েন সেই নারী। তিনি বাধা দেওয়ার চেষ্টাও করেন। কিন্তু জোর করে নারীকে চুম্বন করেন আইনজীবী। এরপর দ্রুত সেই নারী পেছনে সরে যান।  

আরও পড়ুন
সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। আইনজীবীর আপত্তি আচরণ নিয়ে নেটিজেনদের মাঝে চলছে সমালোচনা। এক নেটিজেন লিখেছেন— লজ্জার ঘটনা। আরেক নেটিজেন লিখেছেন—অনেকেই এমন কাণ্ড ঘটান। এটি সামনে চলে এসেছে। অন্য আরেক নেটিজেন লিখেছেন— এসবই যদি করার ইচ্ছা ছিল, তবে আইনজীবী হওয়ার কী দরকার ছিল? 

তবে ভিডিওতে যে আইনজীবীকে দেখা গেছে এবং তার সঙ্গে যে নারী রয়েছেন, তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার