প্রকাশ্য আদালতে নারীকে ‘চুম্বন’ আইনজীবীর, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৮:১৪ পিএম

আদালত প্রাঙ্গণ কোনো ব্যক্তিগত আবেগের জায়গা নয় যে, আপনি যা খুশি করবেন। এটি হচ্ছে বাড়ি-জমি-দলিল-খুন-জখম-বিচ্ছেদের মতো নিরস বিষয়ের জায়গা। আইনের কচকচিই শেষ কথা। সেখানেই কিনা এক নারীকে চুম্বন করে ভাইরাল জনৈক আইনজীবী। গত ১৩ অক্টোবর এমনই এক ঘটনা ঘটে দিল্লির হাইকোর্টে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া আইনজীবীর আপত্তিকর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
জানা গেছে, হাইকোর্টে একটি মামলার ভার্চুয়াল শুনানির আগের মুহূর্তের ভিডিও সেটি। তখনো আদালতের শুনানি শুরু হয়নি। বিচারপতির জন্য অপেক্ষা করছিলেন দুই পক্ষ। সেই সময়ে আপত্তিকর ঘটনাটি ঘটে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, আইনজীবী আদালতের পোশাক পরে তার কক্ষে বসে আছেন। তার মুখের একটি অংশ শুধু দেখা যাচ্ছে। সামনে শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছেন। হঠাৎই নারীর হাত ধরে টানতে শুরু করেন আইনজীবী। অস্বস্তিতে পড়েন সেই নারী। তিনি বাধা দেওয়ার চেষ্টাও করেন। কিন্তু জোর করে নারীকে চুম্বন করেন আইনজীবী। এরপর দ্রুত সেই নারী পেছনে সরে যান।
তবে ভিডিওতে যে আইনজীবীকে দেখা গেছে এবং তার সঙ্গে যে নারী রয়েছেন, তাদের নাম ও পরিচয় জানা যায়নি।