৭৩৮ দিন পর হামাসের হাত থেকে মুক্ত প্রেমিক, আবেগে ভাসলেন তরুণী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৪:৪৯ এএম
দুই বছর অর্থাৎ ৭৩৮ দিন। ১৭ হাজার ৭১২ ঘণ্টা পর হামাসের কবল থেকে মুক্তি পেয়ে কান্নায় ভাসলেন ইজরায়েলি যুগল নোয়া অগ্রমণি এবং অ্যাভিনাটান ওর। সোমবার গাজায় যুদ্ধবিরতির চুক্তি অংশ হিসেবে মুক্তি পান ২০ জন ইজরায়েলি। আর সেই পণবন্দিদের মধ্যেই ছিলেন বছর বত্রিশের অ্যাভিনাটান ওর।
বন্দি প্রত্যর্পণের খবর পেয়ে ইজরায়েল-গাজা সীমান্ত আন্তর্জাতিক রেড ক্রসে পৌঁছে গিয়েছিলেন অ্যাভিনাটানের প্রেমিকা নোয়া অগ্রমণি। সেখানে উপস্থিত ছিল অ্যাভিনাটানের গোটা পরিবারও। অ্যাভিনাটানকে সুস্থ, স্বাভাবিকভাবে ফিরতে দেখে কান্নায় ভেঙে পড়েন নোয়া। ইজরায়েলি যুগলের আলিঙ্গন, চুম্বন এবং পুনর্মিলনের মধুর সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে আইডিএফ। ক্যাপশনে লেখা হয়েছে, ' অবশেষে নোয়া অগ্রমণি এবং অ্যাভিনাটান ওর-র পুনর্মিলন হয়েছে।' ২০২৩ সালে ৭ অক্টোবর অর্থাৎ দুই বছর আগে অগ্রমণি এবং তাঁর প্রেমিক অ্যাভিনাটান দক্ষিণ ইজরায়েলে গিয়েছিলেন নোভা সঙ্গীত উৎসবে শামিল হতে। কিন্তু ওই দিনই হামাসের হামলায় শেষ পর্যন্ত তাঁদের ঠাঁয় হয় গাজার অন্ধকার সুড়ঙ্গে। ইজরায়েল-হামাস যুদ্ধের দ্বিতীয় বছরে সোশ্যাল মিডিয়া পোস্টে, অগ্রমণি ৭ অক্টোবর রাতে ঘটে যাওয়া ভয়াবহ হামলার কথা জানিয়েছিলেন। হামাস তাঁদের পণবন্দি করে নিয়ে যাওয়ার পর থেকে দু’জনের কেউ কারও মুখ দেখেননি, কোথায় রয়েছেন তাও দু’জনের কেউ জানতে পারেননি।
অগ্রমণি লেখেন, ‘যখন হামলা হয়েছিল, হাজার হাজার মানুষ মাঠ ধরে ছুটছিলেন। শয়ে শয়ে গাড়ি পালানোর চেষ্টা করছিল। আমরা প্রাণ ভিক্ষা চাইছিলাম। ৭ অক্টোবর শেষ বারের মতো আমি আমার সঙ্গীকে দেখেছি। তারপর বন্দি অবস্থায় যেখানে গিয়েছি ওর খোঁজ করেছি। আমি জানতাম না, অ্যাভনাটান আদৌ বেঁচে আছে কিনা।' অবশেষে ২৪৫ দিন বন্দি থাকার পর গত বছরের জুন মাসে আইডিএফ উদ্ধার করে চিনা বংশোদ্ভূত ইজরায়েলি নাগরিক নোয়া অগ্রমণিকে। তিনি বলেন, গত দু’বছর ধরে প্রতিটা মুহূর্ত দুঃস্বপ্নের মধ্যে কাটিয়েছেন এবং সঙ্গীর অভাব বোধ করেছেন। অগ্রমণির কথায়, 'আমি প্রতিদিন আশা করতাম যে এই দুঃস্বপ্ন শীঘ্রই শেষ হবে, এবং অবশেষে আমারা স্বপ্নের মতো জীবনযাপন করতে পারব।' অবশেষে সেই দিনটা এল। হামাসের হাত থেকে মুক্ত অ্যাভিনাটানকে কাছে পেয়ে আনন্দ আর আবেগে ভাসলেন অগ্রমণি।