Logo
Logo
×

আন্তর্জাতিক

বিরোধী নেত্রীর নোবেল জয়ের পর নরওয়েতে দূতাবাস বন্ধের ঘোষণা ভেনেজুয়েলার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৬:২৩ পিএম

বিরোধী নেত্রীর নোবেল জয়ের পর নরওয়েতে দূতাবাস বন্ধের ঘোষণা ভেনেজুয়েলার

ভেনেজুয়েলা বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার কয়েক দিনের মধ্যেই দেশটি জানিয়েছে, তারা নরওয়েতে নিজেদের দূতাবাস বন্ধ করে দেবে।

নরওয়ের রাজধানী অসলো থেকেই মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখাপাত্র রয়টার্সকে জানিয়েছেন, সোমবার অসলোর ভেনেজুয়েলা দূতাবাস তাদের দপ্তর বন্ধ করে দেওয়ার কথা জানালেও কোনও কারণ উল্লেখ করেনি।

এই মুখপাত্র বলেন, এটি দুঃখজনক। নানা বিষয়ে মতপার্থক্য থাকলেও নরওয়ে ভেনেজুয়েলার সঙ্গে সংলাপ বজায় রাখতে চায় এবং সে লক্ষ্যে কাজ চালিয়ে যাবে।

তিনি জানান, নোবেল শান্তি পুরস্কার প্রদানকারী নোবেল কমিটি নরওয়ে সরকারের কোনো অংশ নয়, এটি একটি স্বাধীন সংস্থা।

শুক্রবার চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া মাচাদোর নাম ঘোষণা করে নোবেল কমিটি। 

আরও পড়ুন
২০২৪ সাল থেকে আত্মগোপনে থাকা মাচাদো গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে লড়ার অনুমতি পাননি। ওই নির্বাচনে মাদুরো জয়ী হলেও তা ব্যাপকভাবে বিতর্কিত হয়।

মাচাদো নোবেল জয়ের পর পুরস্কারটি উৎসর্গ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ‘ভেনেজুয়েলার দুঃখভোগী মানুষদের’ প্রতি। 

নরওয়ের পাশাপাশি অস্ট্রেলিয়াতেও নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। পরিবর্তে তারা নতুন দূতাবাস খুলবে আফ্রিকার দুটি দেশে, বুরকিনা ফাসো ও জিম্বাবুয়েতে। দেশ দুটিকে তারা বর্ণনা করেছে ‘উপনিবেশবিরোধী সংগ্রাম ও আধিপত্যবিরোধী প্রতিরোধে কৌশলগত মিত্র’ হিসেবে।

উল্লেখ্য, নরওয়ে বা অস্ট্রেলিয়া, কোনোটিরই ভেনেজুয়েলায় দূতাবাস নেই; তাদের কনস্যুলার কার্যক্রম পরিচালিত হয় কলম্বিয়া থেকে।

দুই দেশই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। ট্রাম্প প্রশাসন লাতিন আমেরিকার মাদকচক্র, বিশেষত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গোষ্ঠীর বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেছে।

আরও পড়ুন
হোয়াইট হাউসের নির্দেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি দক্ষিণ ক্যারিবীয় সাগরে কথিত সন্দেহভাজন মাদকবাহী অন্তত চারটি নৌযানে হামলা চালিয়েছে।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার সরকারের পতন ঘটানোর ষড়যন্ত্রের অভিযোগ এনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এ নিয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র: রয়টার্স

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার