গাজায় ২০ মিলিয়ন পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০১:২০ পিএম

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজার জন্য ২০ মিলিয়ন পাউন্ড বা ২৭ মিলিয়ন ডলার সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাজ্য।
এই অর্থ সহায়তা দিয়ে গাজায় পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যসেবা সরবরাহ করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গাজা যুদ্ধের সমাপ্তি টানতে বিশ্বনেতাদের একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে বর্তমানে মিশরে পৌঁছেছেন তিনি।
রয়টার্সের খবরে বলা হয়েছে, দুর্ভিক্ষ, অপুষ্টি এবং রোগে আক্রান্ত মানুষের কাছে পৌছে দিতে এই অর্থ সহায়তা ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের মাধ্যমে গাজায় সরবরাহ করা হবে বলে জানিয়েছে ব্রিটেন।
গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি সোমবার চতুর্থ দিনে পৌঁছে। দুই বছর ধরে চলে আসা যুদ্ধ শেষ করার উদ্দেশে করা একটি চুক্তির প্রথম পর্ব এটি।
গাজার পুনর্গঠন নিয়ে আলোচনা করতে তিন দিনের একটি সম্মেলন আয়োজনের কথাও জানিয়েছে ব্রিটেন। সেখানে আন্তর্জাতিক সরকারের প্রতিনিধি, বেসরকারি খাত এবং উন্নয়ন অর্থায়ন সংস্থাগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন। এর মধ্যে ইউরোপিয়ান ব্যাংক ফর রিকন্সট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং বিশ্ব ব্যাংকও থাকবে।
যুক্তরাজ্য আরও জানিয়েছে, চলতি অর্থবছরে ফিলিস্তিনে ৭৪ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা দেওয়া হয়েছে ফিলিস্তিনে, গত মাসে রাষ্ট্র হিসেবে যাদেরকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।