মালদ্বীপে অবৈধ ব্যবসা করায় আটক ৬ প্রবাসী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১২:৪২ পিএম

মালদ্বীপের রাজধানী মালের শারিওয়ার্দী রোড এলাকায় ইমিগ্রেশন টাস্ক ফোর্সের বিশেষে অভিযানে ৪৪ জন বিদেশিকে তল্লাশি করা হয়। এর মধ্যে ছয়জনকে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে আটক করা হয়।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম (এক্স)-এ জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন প্রদেশে অবৈধ অভিবাসী ও অবৈধ ব্যবসা কার্যক্রমের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশ কমিশনার ইসমাইল নবীন বলেন, দেশে অবৈধ অভিবাসীদের কোনো স্থান নেই। যারা অবৈধভাবে প্রবেশ করে বা কাজ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সরকার জানিয়েছে, বর্তমান মেয়াদের প্রথম তিন বছরের মধ্যেই অবৈধ অভিবাসন সমস্যা সমাধানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম (এক্স)-এ জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন প্রদেশে অবৈধ অভিবাসী ও অবৈধ ব্যবসা কার্যক্রমের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশ কমিশনার ইসমাইল নবীন বলেন, দেশে অবৈধ অভিবাসীদের কোনো স্থান নেই। যারা অবৈধভাবে প্রবেশ করে বা কাজ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সরকার জানিয়েছে, বর্তমান মেয়াদের প্রথম তিন বছরের মধ্যেই অবৈধ অভিবাসন সমস্যা সমাধানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।