Logo
Logo
×

আন্তর্জাতিক

হিন্দু কমছে ভারতে বাড়ছে মুসলিম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১২:২৮ পিএম

হিন্দু কমছে ভারতে বাড়ছে মুসলিম

‘অনুপ্রবেশের কারণে হিন্দু কমছে, বাড়ছে মুসলিম।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য ঘিরে চলমান এই বিতর্কে নতুন করে ঘি ঢাললেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের ডেমোগ্রাফি (জনসংখ্যাতত্ত্ব) ‘বদলে’ অনুপ্রবেশ দায়ী-মন্তব্যে মোদির সুরেই সুর মেলালেন তিনি।

হিন্দু-সংখ্যাগরিষ্ঠ দেশটিতে হঠাৎ মুসলিম জনসংখ্যা বৃদ্ধির নেপথ্যে পাকিস্তান ও বাংলাদেশের অনুপ্রবেশকেই দায়ী করলেন অমিত। শুক্রবার নয়াদিল্লির এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। আর এ নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। রোববার অমিত শাহের এই পরিসংখ্যানকে মিথ্যা বলে পালটা মন্তব্য করেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। এনডিটিভি।

সংবাদসংস্থা পিটিআই-র এক প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লির ওই অনুষ্ঠানে যোগ দিয়ে অমিত শাহ বললেন, ‘এদেশে হিন্দুদের সংখ্যা কমার নেপথ্যে ধর্মের কোনো বিশেষ ভূমিকা নেই। অন্যদিকে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণ আবার মোটেই বাড়ন্ত জন্মহার নয়। বরং, বিরাট সংখ্যায় অনুপ্রবেশ।’ এরপরেই একটি পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘দেশের মুসলিমদের সংখ্যা ২৪.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে হিন্দু জনগণের সংখ্যা কমেছে ৪.৫ শতাংশ। এমন ভাববেন না যে দেশে ধর্ম নির্বিশেষে জন্মহার কমছে। বরং অত্যাধিক অনুপ্রবেশের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। দেশভাগের পর পাকিস্তান দুদিকেই ধর্মের ভিত্তিতে দেশ গড়েছিল। এবার সেই বাংলাদেশ আর পাকিস্তান থেকে অনুপ্রবেশকারীরা এদেশে ঢুকে পড়ছে।’ সমস্যা যেমন রয়েছে, সমাধানও রয়েছে।

শাহের কথায়, জনসংখ্যার এই বৈষম্য ১৯৫১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত প্রতিটি জনগণনায় ধরা পড়েছে। কিন্তু বর্তমানে তা রুখতে তিনটি ধাপে শুরু হয়েছে অনুপ্রবেশদমন প্রক্রিয়া। শাহের কথায়, ‘কেন্দ্র অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে, তাদের নাম ভোটার তালিকা থেকে মুছে, সব শেষে তাদের আবার নিজ দেশে পাঠিয়ে দিচ্ছে।’ অবশ্য শাহের এই মন্তব্যকে রাজনৈতিক হাতিয়ার বলেই সমালোচনা করেছে কংগ্রেস।

অনুপ্রবেশকে ইস্যু করে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলোকে এড়িয়ে যেতে চাইছেন বলেই মত প্রধান বিরোধী দলের। উত্তর প্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাই বলেন, ‘দেশজুড়ে সমস্যার পাহাড় তৈরি হয়েছে, তাই কি আপনি জনগণকে ভুল বোঝাতে ব্যস্ত হয়েছেন’। তবে অনুপ্রবেশ সম্পর্কে ‘অমিত দর্শন’ আপাদমস্তক মিথ্যা বলে মন্তব্য করেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।

রোববার এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রথম আদমশুমারি থেকে ২০১১ সালের আদমশুমারি পর্যন্ত মুসলিম জনসংখ্যা ৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এরপর অমিত শাহকে কটাক্ষ করে তিনি বলেছেন, তার গণিত ‘দুর্বল’।

ওয়াইসি বলেন, ‘অমিত শাহ জনসংখ্যা নিয়ে বিবৃতি দিয়েছেন। তিনি মিথ্যার পর মিথ্যা বলছেন। যদি কোথাও ১০ জন মানুষ থাকে এবং ১০ জন বৃদ্ধি পায়, তাহলে এটি ১০০ শতাংশ বৃদ্ধির মতো দেখাবে। আমি জানি না অমিত শাহের গণিত এত দুর্বল কি না’। উল্লেখ্য, এর আগে স্বাধীনতা দিবসের দিন (১৫ আগস্ট) লালকেল্লা থেকে দেশের ডেমোগ্রাফি ‘বদল’ প্রসঙ্গটি সামনে আনেন মোদি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার