Logo
Logo
×

আন্তর্জাতিক

যে কারণে ভারতের দেওবন্দ মাদরাসায় গেলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৩:৩১ পিএম

যে কারণে ভারতের দেওবন্দ মাদরাসায় গেলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী
আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সাত দিনের ভারত সফরে রয়েছেন। সফরসূচির অংশ হিসেবে আজ (শনিবার) তিনি উত্তর প্রদেশের ঐতিহাসিক ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দ পরিদর্শন করছেন। এ সফরকে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সম্পর্ক জোরদারে উদ্যোগ হিসেবে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বর্তমানে সাত দিনের সফরে ভারতে রয়েছেন। শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে তিনি সড়কপথে দেওবন্দে গেছেন তিনি এবং প্রায় পাঁচ ঘণ্টা সেখানে অবস্থান করবেন বলে জানা গেছে।
তালেবান শাসনভার গ্রহণের পর এটাই হবে কোনো সিনিয়র তালেবান নেতার প্রথম দেওবন্দ সফর।

দেওবন্দ অবস্থানকালে মুত্তাকি প্রতিষ্ঠানটির মহাপরিচালক মুফতি আবুল কাসেম নোমানী এবং ভারতের জামিয়াত উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানিসহ শীর্ষ ইসলামি আলেমদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি দারুল উলূমের ক্যাম্পাস পরিদর্শন করবেন এবং শিক্ষক ও পরিচালকদের সঙ্গে মতবিনিময় করবেন।

দারুল উলূম দেওবন্দ তালেবানের কাছে শুধু ধর্মীয় নয়, আদর্শিকভাবেও একটি প্রতীকী গুরুত্ব বহন করে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত দারুল উলূম হাক্কানিয়া, যা দেওবন্দের আদলে প্রতিষ্ঠিত, সেখানেই তালেবানের বহু শীর্ষ নেতা শিক্ষাগ্রহণ করেছেন।

হাক্কানিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল হক ছিলেন দেওবন্দের প্রাক্তন ছাত্র ও শিক্ষক। তার পুত্র সামিউল হক পরবর্তীতে ‘তালেবানের জনক’ হিসেবে পরিচিতি পান, কারণ তার প্রতিষ্ঠানের বহু শিক্ষার্থীই তালেবান আন্দোলনের নেতৃত্বে উঠে আসে।

আগামীকাল (রবিবার) মুত্তাকি আগ্রা সফরে যাবেন, যেখানে তিনি বিশ্বের ঐতিহাসিক স্থাপনা তাজমহল পরিদর্শন করবেন। এরপর সোমবার তিনি নয়াদিল্লিতে ভারতের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পখাতের প্রতিনিধিদের সঙ্গে এক বাণিজ্য সম্মেলনে অংশ নেবেন।

প্রথমে তার সফরটি কয়েক সপ্তাহ আগেই নির্ধারিত ছিল, তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভ্রমণ নিষেধাজ্ঞার ছাড়পত্র না মেলায় তা স্থগিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি জানিয়েছে, নিরাপত্তা পরিষদের কমিটি এখন আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দিয়েছে, ফলে সফরটি সম্পন্ন হচ্ছে।

এই সফর ভারতের সঙ্গে তালেবান সরকারের সাম্প্রতিক গোপন ও আংশিক আনুষ্ঠানিক যোগাযোগের ধারাবাহিকতা। চলতি বছরের শুরুর দিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি কাবুলে গিয়ে আমির খান মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেন।

গত মাসে আফগানিস্তানের উপ-স্বাস্থ্যমন্ত্রী হামদুল্লাহ জাহিদও একটি আন্তর্জাতিক স্বাস্থ্য প্রদর্শনীতে অংশ নিতে ভারতে সফর করেছিলেন।
সূত্র : এনডিটিভি 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার