৬১ দেশের নাগরিকদের ভিসা মুক্ত সফর সুবিধা বাতিল করবে ইইউ?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৩:৩৫ এএম

স্বল্প মেয়াদে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে ভ্রমণের জন্য বিশ্বের ৬১ দেশের নাগরিকেদেরকে দেওয়া ভিসামুক্ত সুবিধা ইইউকে প্রয়োজনে বাতিলের অনুমতি দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।
মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টে এই সংক্রান্ত একটি বিধির অনুমোদন দেওয়া হয়। এর ফলে ইইউর দেশগুলো ওইসকল দেশের নাগরিকদের স্বল্পমেয়াদের ভ্রমণের ক্ষেত্রে ভিসা সংক্রান্ত নীতিমালা আরোপ করতে পারবে।
ভিসা মুক্ত চলাচলের সুবিধা বাতিলের কারণ হিসেবে রাষ্ট্রপুঞ্জ (জাতিসংঘ) সনদের লঙ্ঘন, আন্তর্জাতিক আদালতের রায় অমান্য করা, ইইউ ভিসা নীতির সঙ্গে সামঞ্জস্য নেই ইত্যাদি বিষয় বিবেচনায় নেওয়া হবে। সেই সাথে বিনিয়োগ ভিসা বা গোল্ডেন ভিসার সুবিধাও বাতিল করা হতে পারে যদি তা ইইউর ভিসা নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়।
ইসরায়েল, জর্জিয়া, ভেনিজুয়েলা, ইউক্রেন, সার্বিয়াসহ বিশ্বের ৬১টি দেশের নাগরিকেরা ইইউর দেশগুলোতে ৯০ দিনের জন্য (যেকোনো ১৮০ দিনের মধ্যে) ভিসামুক্ত প্রবেশের সুবিধা পেতেন। ইইউ পার্লামেন্টের নতুন সংশোধনীর ফলে ওই দেশগুলোর উপর প্রভাব পড়তে পারে।
এদিকে, এসকল দেশের সরকারি কর্মকর্তাদের উপরও এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে। বলা হয়েছে, এসকল দেশের সরকারি কর্মকর্তাদের ভিসা মুক্ত চলাচল সুবিধা বাতিল করা যেতে পারে যদি সংশ্লিষ্ট ব্যক্তি মানবাধিকারসহ অন্যান্য নীতি লঙ্ঘনের সাথে যুক্ত থাকেন।
অবশ্য ভিসামুক্ত চলাচলের সুবিধা বাতিলের বিধান আগেও বলবৎ ছিল। এটি সাধারণত বিভিন্ন কারণে যেমন অনিয়মিত পথে অভিবাসীদের আগমন বাড়তে থাকলে আরোপ করার ইতিহাস রয়েছে। তবে ইইউ পার্লামেন্টের নতুন এই নিয়মের ফলে ইউরোপীয় ইউনিয়ন তা আরো শক্তিশালীভাবে প্রয়োগ করতে পারবে। সেই সাথে সংশ্লিষ্ট দেশ যদি অভিবাসন ইস্যুতে সহযোগিতা না করে সেক্ষেত্রে তা ব্যবহার হতে পারে।
তবে এই প্রক্রিয়াটি আইন হওয়ার জন্য তা আনুষ্ঠানিক ভাবে ইইউ কাউন্সিলে অনুমোদিত হতে হবে। ইউরোপীয় ইউনিয়ন জার্নালের প্রকাশিত হওয়ার ২০ দিন পরে তা কার্যকর হবে।