মার্কিন ভিসা বন্ডের তালিকায় যুক্ত হলো ৭ দেশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৩:২৮ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী নাগরিকদের জন্য ভিসা বন্ড তালিকায় আরও সাতটি দেশকে যুক্ত করা হয়েছে। চলতি বছরের ২৩ অক্টোবর থেকে মালি, মৌরিতানিয়া, সাও টোমে ও প্রিন্সিপে, তানজানিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিসার জন্য আবেদন করতে গেলে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হবে। খবর গালফ নিউজের।
এর আগে, মালাউই, জাম্বিয়া ও গাম্বিয়া এই তালিকায় যুক্ত হয়েছিল।
ভিসা বন্ড কার্যকর হওয়ার তারিখসহ দেশগুলো হলো:
মালি: ২৩ অক্টোবর, ২০২৫
মৌরিতানিয়া: ২৩ অক্টোবর, ২০২৫
সাও টোমে ও প্রিন্সিপে: ২৩ অক্টোবর, ২০২৫
তানজানিয়া: ২৩ অক্টোবর, ২০২৫
গাম্বিয়া: ১১ অক্টোবর, ২০২৫
মালাউই: ২০ আগস্ট, ২০২৫
জাম্বিয়া: ২০ আগস্ট, ২০২৫
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এসব দেশের পাসপোর্টধারী যেকোনো নাগরিক বি১/বি২ ভিসার জন্য উপযুক্ত বিবেচিত হওয়া সাপেক্ষে ৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজারের একটি বন্ড জমা দিতে হবে। ভিসা সাক্ষাৎকারের সময় পরিমাণ নির্ধারিত হবে।
ডিপার্টমেন্ট আরও জানিয়েছে, আবেদনকারীদের Pay.gov নামক মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বন্ডের শর্তে সম্মত হতে হবে।
আবেদনকারী যে দেশেই আবেদন করুন না কেন, এই নিয়ম প্রযোজ্য বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ভিসা বন্ড মানে হলো একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জামানত হিসেবে জমা দেওয়া। যারা ভিসা নিয়ে গিয়ে সময়মতো ফেরে না—তাদের সংখ্যা যেসব দেশের নাগরিকদের মধ্যে বেশি, সেই দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্র ‘ভিসা বন্ড’ চালু করে।
ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও সে দেশে থেকে গেলে—তাকে যুক্তরাষ্ট্র ত্যাগে বাধ্য করতে এই অর্থ জামানত হিসেবে রাখা হয়।