Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের ওপর শুল্ক : ট্রাম্পকে চিঠি ১৯ মার্কিন আইনপ্রণেতার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০১:৫৮ পিএম

ভারতের ওপর শুল্ক : ট্রাম্পকে চিঠি ১৯ মার্কিন আইনপ্রণেতার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ভারী শুল্ক আরোপ করে নিজের দেশেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন। অনেক মার্কিন আইনপ্রণেতা ও বিশেষজ্ঞ ট্রাম্পের এই পদক্ষেপকে আমেরিকার জন্য আত্মঘাতী বলে বর্ণনা করেছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আহ্বান জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতাদের একটি দল। এই আবহে সম্প্রতি ১৯ জন মার্কিন আইনপ্রণেতার একটি দল ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি লিখেছেন। ভারতের সাথে সম্পর্কের উন্নতি এবং ভারতের উপর আরোপিত শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সেই ১৯ জন। চিঠিটি লিখেছেন মার্কিন কংগ্রেস সদস্য ডেবোরাহ রস ও রো খান্না। তাতে সই রয়েছে আরও ১৭ মার্কিন আইনপ্রণেতার। 

হোয়াইট হাউসে পাঠানো এক চিঠিতে আইনপ্রণেতারা বলেছেন, ভারতীয় পণ্যের ওপর বর্ধিত শুল্ক দুই দেশের মধ্যে সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এর জেরে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ ও সংস্থাগুলিকে বিরূপভাবে প্রভাব ফেলছে। চিঠিতে ট্রাম্পের আরোপিত ৫০ শতাংশ করের কথা উল্লেখ করে বলা হয়েছে, এই শাস্তিমূলক পদক্ষেপ উভয় দেশের ব্যবসাকেও ক্ষতিগ্রস্থ করছে। সেই ১৯ মার্কিন আইনপ্রণেতার কথায়, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হল ভারত এবং মার্কিন নির্মাতারা সেমিকন্ডাক্টর থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা এবং জ্বালানি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় পণ্যের জন্য ভারতের উপর নির্ভর করে। বিশ্বের দ্রুততম বর্ধনশীল বাজার ভারতে বিনিয়োগ করে আমেরিকান সংস্থাগুলি লাভবান হয়। ভারতের বিনিয়োগের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগও বেড়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন আইনপ্রণেতারা।

এদিকে চিঠিতে আরও আশঙ্কা প্রকাশ করা হয়েছে, মার্কিন এই শাস্তিমূলক শুল্কের জেরে চিনের আরও কাছাকাছি চলে যেতে পারে ভারত। মার্কিন আইনপ্রণেতাদের এই যৌথ চিঠিতে জোর দিয়ে বলা হয়েছে, 'আমেরিকা যদি ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি না করে, তাহলে চিন ও রাশিয়ার কাছাকাছি চলে যাবে ভারত। এটি উদ্বেগের বিষয় কারণ ভারত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারত এবং তারা কোয়াড গ্রুপের সদস্য। চিনের আগ্রাসন মোকাবেলায় আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অংশীদার ভারত।'

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার