Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্প নোবেল পুরষ্কার পাচ্ছেন কিনা জানা যাবে শুক্রবার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১২:১১ পিএম

ট্রাম্প নোবেল পুরষ্কার পাচ্ছেন কিনা জানা যাবে শুক্রবার

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে একাধিকবার বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেই নিজেকে নোবেল শান্তি পুরস্কারের দাবিদারও বলেছেন। এই পরিস্থিতিতে শুক্রবার (১০ অক্টোবর) শান্তিতে নোবেল পুরষ্কার বিজয়ীর নাম ঘোষণা হতে যাচ্ছে। 

তার আগেরদিন বৃহস্পতিবার (৯ অক্টোবর) হোয়াইট হাউস ট্রাম্পের একটি ছবি পোস্ট করেছে, যাতে লেখা আছে ‘দ্য পিস প্রেসিডেন্ট’, অর্থাৎ শান্তির প্রেসিডেন্ট!

শান্তিতে নোবেল পুরষ্কার ঘোষণার মাত্র একদিন আগে এই পোস্টকে ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

এর আগেরদিন বুধবার (৮ অক্টোবর) ট্রাম্প আরও একবার দাবি করেন, তিনি বিশ্বে সাতটি যুদ্ধ থামিয়েছেন। ওই তালিকায় রয়েছে ভারত-পাক যুদ্ধও।

এছাড়া আরও একটি যুদ্ধ থামানোর কাছাকাছি পৌঁছে গিয়েছেন বলেও জানিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে ট্রাম্প আশাবাদী যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিও তিনি সামাল দিয়ে দেবেন। 

নোবেল পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘আমার কোনও ধারণা নেই’। 

আরও পড়ুন
তিনি জানান,কী ভাবে তারা সাত যুদ্ধ থামিয়েছেন, তা ব্যাখ্যা করবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই প্রসঙ্গেই আত্মপ্রশংসা করে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না ইতিহাসে কেউ এত যুদ্ধ থামিয়েছে’। 

তবে এত কিছু দাবি করার পরেও নিজের নোবেল প্রাপ্তির সম্ভাবনা নিয়ে খুব একটা নিশ্চিত নন ট্রাম্প। তিনি বলেন, ‘হয়তো ওরা (নোবেল কমিটি) আমাকে এটা না-দেওয়ার একটা কারণ খুঁজে নেবে।’

নোবেল কমিটির ওপর ট্রাম্পের ক্ষোভ নতুন নয়। এর আগেও তিনি বলেছিলেন, ‘ওরা (নোবেল কমিটি) আমাকে নোবেল শান্তি পুরস্কার দেবে না। কারণ, এটা কেবল উদারপন্থিদের দেওয়া হয়।’

তথ্যসূত্র: এনডিটিভি

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার