Logo
Logo
×

আন্তর্জাতিক

টেসলার সাশ্রয়ী দুই মডেল উন্মোচন করলেন মাস্ক

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ এএম

টেসলার সাশ্রয়ী দুই মডেল উন্মোচন করলেন মাস্ক

জনপ্রিয় মডেল থ্রি ও মডেল ওয়াইয়ের বহুল প্রতীক্ষিত সাশ্রয়ী সংস্করণ উন্মোচন করেছে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) জায়ান্ট টেসলা। নতুন সংস্করণগুলোর নাম দেয়া হয়েছে মডেল থ্রি স্ট্যান্ডার্ড ও মডেল ওয়াই স্ট্যান্ডার্ড। গত মাস থেকে যুক্তরাষ্ট্রে বেশির ভাগ ইভি ৭ হাজার ৫০০ ডলারের করছাড়ের সুবিধা পাচ্ছে না। এমন সময়ে বাজারে কম দামি গাড়ি ছাড়ার ঘোষণা দিল টেসলা।

আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে বাজারে আসতে যাওয়া মডেল থ্রি স্ট্যান্ডার্ডের দাম পড়বে ৩৮ হাজার ৬৩০ ডলার, যেখানে ডেলিভারি চার্জ ও অর্ডার ফি অন্তর্ভুক্ত। নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে আসতে চলা অন্য মডেলটির প্রারম্ভিক মূল্য ধরা হয়েছে ৪১ হাজার ৬৩০ ডলার। সাশ্রয়ী সংস্করণে গাড়ি দুটির দাম কমেছে ন্যূনতম ৫ হাজার ডলার। টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্ম এক্সে নতুন গাড়িগুলো উন্মোচন করেন।

সম্প্রতি টেসলা জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) তারা গাড়ি বিক্রিতে রেকর্ড করেছে। বিশেষ করে করছাড় মেয়াদোত্তীর্ণ হওয়ায় আগে ক্রেতারা ইভি কিনতে হুমড়ি খেয়ে পড়েছিলেন। তবে এখন টেসলাকে আরো প্রতিযোগিতাপূর্ণ বাজারে পড়তে হচ্ছে। কারণ জ্বালানি তেলচালিত ও হাইব্রিড গাড়ির তুলনায় বেশি দামি হয়ে পড়েছে তাদের গাড়িগুলো। জানা গেছে, প্রিমিয়াম সংস্করণের কিছু ফিচার বাদ পড়েছে স্ট্যান্ডার্ড সংস্করণে।

টেসলার ওয়েবসাইট অনুযায়ী, নতুন মডেলগুলোর ড্যাশবোর্ডে দ্বিতীয় সারির আট ইঞ্চি টাচস্ক্রিন নেই। এতে আছে সাতটি স্পিকার, যেখানে প্রিমিয়ামে থাকে সাবউফারসহ ১৫টি স্পিকার। অভ্যন্তরীণ সাজসজ্জায় ব্যবহার করা হয়েছে কাপড়। অন্যদিকে প্রিমিয়াম সংস্করণে কাপড়ের সঙ্গে রয়েছে মাইক্রোসুয়েড। একই সঙ্গে নতুন গাড়িগুলো সম্পূর্ণ চার্জে কিছুটা কম দূরত্বে যেতে পারবে। গতি তুলতেও একটু বেশি সময় লাগবে। মঙ্গলবার এ ঘোষণার আগে টেসলার শেয়ারদর আগের দিনের তুলনায় ১ শতাংশ নিম্নমুখী ছিল। কিন্তু মডেল ‍দুটি উন্মোচনের ১ ঘণ্টার মধ্যেই শেয়ারদর প্রায় ৪ শতাংশ পর্যন্ত পড়ে যায়। কারণ আরো সাশ্রয়ী মূল্যের মডেল আশা করেছিলেন বিনিয়োগকারীরা। খবর বিবিসি

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার