Logo
Logo
×

আন্তর্জাতিক

বলিউডের রানির সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রীর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৩:১৩ এএম

বলিউডের রানির সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রীর

দুই দিনের ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৃহস্পতিবার মোদীর সঙ্গে হাইপ্রোফাইল বৈঠকের আগে বুধবার যশরাজ ফিল্মস (ওয়াইআরএফ) স্টুডিওতে হাজির হয়েছিলেন তিনি। মুম্বইয়ের এই নামী স্টুডিওতে আপনি একজন খান বা কাপুরকে খুঁজে পাবেন। তবে, বুধবার ওয়াইআরএফ-এর স্টুডিওয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল।

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মুম্বইয়ের আন্ধেরি শহরতলিতে ওয়াইআরএফ স্টুডিও পরিদর্শন করেছেন। লন্ডন থেকে এদিনই মহারাষ্ট্রে পৌঁছান ব্রিটিশ প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। দিন কিছুটা গড়াতে কড়া পুলিশ নিরাপত্তার মধ্যে ওয়াইআরএফ স্টুডিওতে যান। ব্রিটিশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বলিউডের একটি গুরুত্বপূর্ণ প্রযোজনা কেন্দ্র পরিদর্শনের লক্ষ্য সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করা এবং ব্রিটিশ ও ভারতীয় চলচ্চিত্র শিল্পের মধ্যে সহযোগিতা প্রচার করা। সম্ভাব্য যৌথ চলচ্চিত্র প্রকল্প এবং সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি সহ সৃজনশীল অংশীদারিত্বকে উৎসাহিত করার দিকে তার এই সফরকে একটি পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে।

রানি মুখোপাধ্যায় ওয়াইআরএফের প্রধান আদিত্য চোপড়ার স্ত্রী। প্রযোজনা সংস্থায় রানিরও অংশীদারিত্ব রয়েছে। এদিন কিয়ার স্টারমারকে শুভেচ্ছা জানান রানি। হলুদ সালওয়ার স্যুটে এদিন ঝলমল করলেন নায়িকা। একটি ছবিতে তাদের যশরাজের কয়েকটি আইকনিক ছবির সারিবদ্ধ পোস্টার দিয়ে সাজানো দেওয়ার সামনে আলোচনায় মগ্ন অবস্থায় পাওয়া গিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী একটি ছবিতে রেকর্ডিং স্টুডিওর সামনে বসে ছিলেন। অন্য ছবিতে স্টুডিওর অডিটোরিয়ামের ভিতরে একটি উপস্থাপনা দেখতে দেখা গিয়েছিল তাকে।

পরে কিয়ার স্টারমার দক্ষিণ মুম্বইয়ের কুপারেজ ফুটবল গ্রাউন্ডে ইংলিশ প্রিমিয়ার লিগ আয়োজিত একটি ফুটবল অনুষ্ঠানেও যোগ দেন। ভারতের বৃহত্তম মুভি স্টুডিওগুলির মধ্যে একটি, ওয়াইআরএফ স্টুডিও যশ রাজ ফিল্মসের অংশ, যা প্রয়াত যশ চোপড়া দ্বারা প্রতিষ্ঠিত এবং এখন তার ছেলে আদিত্য চোপড়া দ্বারা এই স্টুডিও পরিচালিত। গত কয়েক দশকে বলিউডের সবচেয়ে বড় হিট ছবিগুলির পিছনে রয়েছে এই স্টুডিও, বান্টি অউর বাবলি থেকে শুরু করে পাঠান।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার