Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে বিদেশি কয়েদির তালিকায় শীর্ষে বাংলাদেশিরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ পিএম

ভারতে বিদেশি কয়েদির তালিকায় শীর্ষে বাংলাদেশিরা

ভারতের কারাগারগুলোয় থাকা বিদেশি বন্দির মধ্যে সর্বাধিক রয়েছে পশ্চিমবঙ্গে। আবার এই বিদেশি জেলবন্দির তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

‘প্রিজন স্ট্যাটিস্টিকস অব ইন্ডিয়া ২০২৩’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, ভারতের বিভিন্ন রাজ্যের কারাগারে ছয় হাজার ৯৫৬ বিদেশি নাগরিক বন্দি আছে। এর মধ্যে দুই হাজার ৫০৮ জন, অর্থাৎ প্রায় ৩৬ শতাংশই রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই বিদেশি বন্দির মধ্যে ৮৯ শতাংশই বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিভিন্ন সময় তাদের আটক করা হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে কারাগারে আটক ২৫ হাজার ৭৭৪ বন্দির শতকরা ৯ শতাংশ ছিল বিদেশি নাগরিক। এর মধ্যে বাংলাদেশি বন্দির সংখ্যা সবচেয়ে বেশি। আটক বাংলাদেশি বন্দির মধ্যে ৭৭৮ জন দোষী এবং এক হাজার ৪৪০ জন বিচারাধীন অবস্থায় ছিলেন। বিদেশি বন্দিদের নিরিখে দ্বিতীয় স্থানে ছিল মিয়ানমার। বেশির ভাগ বিচারাধীন বন্দির বয়সই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার