৩০ বছর যুক্তরাষ্ট্রে বসবাস করেও বিতাড়িত ভারতীয় নারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রে তিন দশকের বেশি সময় বসবাসের পরও শেষ পর্যন্ত নিজ দেশে ফেরত পাঠানো হলো ৭৩ বছর বয়সী ভারতীয় নারীকে। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায় ঐ নারীর নাম হারজিত কর। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের শিখ সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে।
মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) কর্মকর্তারা গত ৮ সেপ্টেম্বর হারজিতকে আটক করেন। এরপর ১৯ সেপ্টেম্বর তাকে জর্জিয়ার একটি আটককেন্দ্রে রাখা হয়। আর ২২ সেপ্টেম্বর তাকে ভারতে ফেরত পাঠানো হয়।
১৯৯১ সালে পাঞ্জাবের রাজনৈতিক অস্থিরতা থেকে বাঁচতে দুই ছেলেকে নিয়ে ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমিয়েছিলেন হারজিত। সেখানে তিনি শাড়ির দোকানে দুই দশক ধরে সেলাইয়ের কাজ করেছেন এবং নিয়মিত কর পরিশোধ করেছেন। আশ্রয়প্রার্থী হিসেবে একাধিকবার রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলেও কখনো সফল হননি।
হারজিতের আইনজীবী দীপক আহলুয়ালিয়া অভিযোগ করেন, তার কোনো অপরাধের রেকর্ড নেই। তবু মার্কিন ইমিগ্রেশনের কর্মকর্তারা আটককালে অমানবিক আচরণ করেছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে তিনি জানান, হারজিতকে ৬০ থেকে ৭০ ঘণ্টা কোনো বিছানা ছাড়াই মেঝেতে ঘুমাতে বাধ্য করা হয়। ওষুধের জন্য তাকে বরফ দেয়া হয়, কিন্তু যে খাবার খেতে পারতেন তা দেয়া হয়নি।
এমনকি প্রহরীরা তাকে স্যান্ডউইচ না খাওয়ার জন্য দোষারোপও করেন।মার্কিন ইমিগ্রেশনের পক্ষ থেকে জানান হয়, প্রায় এক দশক ধরে আইনি প্রক্রিয়া চলার পর ২০০৫ সালে এক অভিবাসন বিচারক হারজিতের দেশত্যাগের আদেশ দেন। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হারজিতকে ফেরত পাঠানোর ঘটনায় ক্যালিফোর্নিয়ার শিখ সম্প্রদায়ের মানুষ বিক্ষোভ করেছেন। সমালোচকেরা বলছেন, ট্রাম্পের ‘সবচেয়ে খারাপ মানুষদের নির্বাসিত করার’ ঘোষণার আড়ালে অপরাধের সঙ্গে জড়িত নন এমন বহু অভিবাসীও অন্যায়ের শিকার হচ্ছেন।