Logo
Logo
×

আন্তর্জাতিক

মাঝ-আকাশে বিমানের যাত্রীকে বাঁচালেন রুশ স্বাস্থ্যমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ পিএম

মাঝ-আকাশে বিমানের যাত্রীকে বাঁচালেন রুশ স্বাস্থ্যমন্ত্রী

ভিয়েতনামগামী একটি ফ্লাইটে এক অসুস্থ ব্যক্তিতে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। এই ভিডিও ভাইরাল হতেই সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে আলোচনায় এসেছেন তিনি।

‘শট’ (SHOT) নামের একটি টেলিগ্রাম চ্যানেল থেকে পাওয়া ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

প্রতিবেদনে বলা হয়, মস্কো-হ্যানয় ফ্লাইটে এই ঘটনাটি ঘটে, যখন যাত্রার তিন ঘণ্টার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন ৫০ বছর বয়সি একজন যাত্রী।

এরপর ভিয়েতনামী ক্রুরা চিকিৎসা সহায়তার জন্য আহ্বান জানালে এগিয়ে যান একই ফ্লাইটে থাকা মিখাইল মুরাশকো।

জানা গেছে, ওই ব্যক্তি উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন, যা হার্ট অ্যাটাক বা অন্যান্য প্রাণঘাতী জটিলতা সৃষ্টি করতে পারে।

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী, যিনি নিজেই একজন প্রশিক্ষিত চিকিৎসক; বিমানে থাকা ওষুধ ব্যবহার করে এবং চিকিৎসার মাধ্যমে ওই ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল করেছেন বলে জানা গেছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) ‘শট’-এর পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, মিখাইল মুরাশকো ওই যাত্রীর যত্ন নিচ্ছেন, তাকে আশ্বস্ত করছেন এবং সোজা হয়ে বসতে সাহায্য করছেন।

আরটি জানিয়েছে, রুশ মন্ত্রী সহায়তা করার পর ওই যাত্রীর অবস্থার উন্নতি হয় এবং তিনি নিরাপদে যাত্রা শেষ করতে সক্ষম হন। আর কোনো জটিলতা ছাড়াই হ্যানয়ে অবতরণ করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার