বিজ্ঞাপন
বিয়ে হয়েছিল মাত্র দুই মাস আগে, বুধবার রাতে একসঙ্গে গেল প্রাণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম
বিজ্ঞাপন
ভারতের গুজরাটের আহমেদাবাদে গুজরাট মেরিটাইম বোর্ডের এক কর্মকর্তা নিজের স্ত্রীকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন- যশরাজসিংহ গোহিল ও তার স্ত্রী রাজেশ্বরী গোহিল। পুলিশ জানিয়েছে, তাদের বিয়ে হয়েছিল মাত্র দুই মাস আগে। খবর এনডিটিভির।
পুলিশ জানিয়েছে, বুধবার (২১ জানুয়ারি) রাতে পারিবারিক কলহের জেরে তর্কাতর্কি শুরু হয় স্বামী ও স্ত্রীর। একপর্যায়ে যশরাজ তার লাইসেন্সপ্রাপ্ত রিভলভার থেকে গুলি চালালে রাজেশ্বরী গুরুতর আহত হন। ঘটনার পর যশরাজ জরুরি পরিষেবা ১০৮-এ ফোন করেন। পরে অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে রাজেশ্বরীকে মৃত ঘোষণা করে।
পুলিশ জানায়, মেডিকেল টিম চলে যাওয়ার পর যশরাজ অন্য একটি কক্ষে গিয়ে একই আগ্নেয়াস্ত্র দিয়ে নিজেকে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত যশরাজসিংহ গোহিল ছিলেন গুজরাট কংগ্রেসের সাবেক সভাপতি ও রাজ্যসভার সাংসদ শক্তিসিংহ গোহিলের ভাতিজা। কংগ্রেস মুখপাত্র মনীশ দোশি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, ‘পুরো পরিবার চরম মানসিক আঘাতে রয়েছে। এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা।’
তিনি আরও দাবি করেন, যশরাজ ছিলেন হাসিখুশি স্বভাবের। তিনি সদ্য মেরিটাইম বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছিলেন। পাশাপাশি তিনি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিলেন।
দোশির দাবি, যশরাজের রিভলভার নিয়ে খেলাধুলার অভ্যাস ছিল এবং অসাবধানতাবশত গুলি বেরিয়ে গিয়ে স্ত্রী নিহত হন। স্ত্রী মারা গেছেন জানতে পেরে তিনি গভীর মানসিক শকে আত্মহত্যা করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স, ১০৮-এ করা কলের রেকর্ড এবং পারিবারিক সদস্যদের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। উভয় মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন