বিজ্ঞাপন
রেকর্ড গড়ল বিশ্বের যে দীর্ঘতম আবাসিক ভবন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম
বিজ্ঞাপন
বিশ্বের আশ্চর্যগুলোর মধ্যে যেমন গ্রেট ওয়াল অব চায়না উল্লেখযোগ্য, তেমনি ইউক্রেনে অবস্থিত বিশ্বের দীর্ঘতম আবাসিক ভবনও বিস্ময়কর।
এই অদ্ভুত ভবনটি ইউক্রেনের লুতস্ক শহরের সবর্ণস্তি অ্যাভিনিউ ও মলদিজি স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত। ১৯৬৯ সালে সোভিয়েত যুগে এর নির্মাণ কাজ শুরু হয় এবং ১১ বছর পর শেষ হয়।
যদিও নির্মাণকাল স্বাভাবিকের তুলনায় দীর্ঘ, প্রকল্পটি ছিল অত্যন্ত অস্বাভাবিক। স্থপতি গ্রিহোরি মেটেলনিটস্কি এবং ভিক্টর মালোভিটসার পরিকল্পনায় এটি জন্ম নেয়। এর ফলস্বরূপ জন্ম নেয় বিশ্বের দীর্ঘতম আবাসিক ভবন, যা ৪০ বছরেরও বেশি সময় ধরে এই রেকর্ড ধরে রেখেছে এবং এর সমতুল্য অন্য কোথাও নেই।
ভবনটি মৌমাছির ছাঁচের মতো ডিজাইন করা হয়েছে এবং এর প্রধান অক্ষ প্রায় ১.৭৫ কিলোমিটার দীর্ঘ। অতি গুরুত্বপূর্ণ সংযোজনসমূহ যুক্ত করলে এর মোট দৈর্ঘ্য আরও প্রায় ১ কিলোমিটার বৃদ্ধি পায়। পুরো ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাঁটতে প্রায় এক ঘণ্টা সময় লাগে।
বিজ্ঞাপন