বিয়ের আগেই ‘ব্যাচেলরেট’ ট্রিপ? শ্রীলঙ্কায় রাশমিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:১০ এএম
দক্ষিণী সিনেমার ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকা মান্দানা কি তবে সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন? অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার প্রেমের গুঞ্জন অনেক পুরোনো। শোনা যাচ্ছে, গোপনে বাগদানও সেরে ফেলেছেন তারা। যদিও এই জুটির মুখে কুলুপ আঁটা, তবে রাশমিকার সাম্প্রতিক শ্রীলঙ্কা ভ্রমণের ছবি সেই গুঞ্জনের আগুনে যেন ঘি ঢেলে দিল।
সোশ্যাল মিডিয়ায় একঝাঁক বান্ধবীকে নিয়ে সমুদ্র, রোদ আর ছুটির আমেজে মেতে ওঠা রাশমিকার ছবিগুলো দেখে নেটিজেনদের প্রশ্ন—এটা কি শুধুই ছুটি, নাকি বিয়ের আগে ‘ব্যাচেলরেট ট্রিপ’?
শ্রীলঙ্কায় বান্ধবীদের নিয়ে উল্লাস ইনস্টাগ্রামে ভ্রমণের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন রাশমিকা। সেখানে দেখা যায়, বান্ধবীদের সঙ্গে নীল জলরাশির মাঝে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘কাজের ফাঁকে হঠাৎ দুই দিনের ছুটি পেয়েছিলাম। এই সময়টা উপভোগ করতে চেয়েছিলাম বলেই বান্ধবীদের নিয়ে শ্রীলঙ্কার এই সুন্দর জায়গাটা বেছে নিই। দারুণ কেটেছে আমাদের ছুটি। যারা আসতে পারেনি, তাদের খুব মিস করছি।’
অনামিকায় হীরার আংটি! তবে ছবির সৌন্দর্যের চেয়েও নেটিজেনদের নজর আটকেছে অন্য এক জায়গায়। ছবিতে রাশমিকার অনামিকায় জ্বলজ্বল করছে একটি বড় হীরার আংটি। আর এই আংটি দেখেই অনুরাগীদের একাংশ নিশ্চিত ধরে নিয়েছেন—বিজয়ের সঙ্গে বাগদান পর্বটা বোধহয় সত্যিই সেরে ফেলেছেন নায়িকা।
বিয়ের সানাই কি বাজছে? শোনা যাচ্ছে, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্থানের উদয়পুরের রাজকীয় প্রাসাদে বসতে পারে রাশমিকা-বিজয়ের বিয়ের আসর। যদিও এখন পর্যন্ত দুজনই এ বিষয়ে নীরব। তবে বান্ধবীদের নিয়ে এই ‘সাডেন ট্রিপ’ এবং হাতের ওই আংটি—সব মিলিয়ে ভক্তরা দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেছেন। এখন দেখার বিষয়, ব্যাচেলরেট ট্রিপ শেষ করে সত্যিই কি বিয়ের সুখবরটা দেন রাশমিকা?