Logo
Logo
×

বিনোদন

২৪ বছর পর এমিনেমের অশালীন প্রস্তাব ফাঁস করলেন টাইটানিকের নায়িকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ এএম

২৪ বছর পর এমিনেমের অশালীন প্রস্তাব ফাঁস করলেন টাইটানিকের নায়িকা

জনপ্রিয় মার্কিন র‍্যাপার এমিনেমের বিরুদ্ধে অশোভন প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন হলিউড অভিনেত্রী ও ‘টাইটানিক’ খ্যাত কেট উইনস্লেট। প্রায় দুই দশক পর একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে তিনি ওই অভিজ্ঞতার কথা প্রকাশ করেন। 

কেট উইনস্লেট জানান, ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’-এ অংশ নেওয়ার সময় এই ঘটনার মুখোমুখি হন তিনি। সম্প্রতি ‘গ্রাহাম নর্টন শো’-তে অতিথি হয়ে সে সময়ের একটি অস্বস্তিকর অভিজ্ঞতার কথা শেয়ার করেন অভিনেত্রী।

অভিনেত্রী বলেন, ‘আমি এমন একটা বিষয়ে কথা বলতে চাই, যেটা কখনও কাউকেই বলিনি। এমিনেম আমাকে বলেছিল ওর লোম কামিয়ে দিতে। আমি বলে দিয়েছিলাম, এটা করতে পারব না, কারণ আমি আপনার নাপিত নই। এই ঘটনাটার কথা আমি এর আগে কাউকে বলিনি।’

কেট উইনস্লেট এর এই অভিযোগ সামনে আসায় হলিউডে আলোচনার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, এমিনেম যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী র‍্যাপার, গীতিকার ও সংগীত প্রযোজক হিসেবে পরিচিত। হিপ-হপ সংগীতকে বিশ্বজুড়ে জনপ্রিয় করার ক্ষেত্রে তার ভূমিকা উল্লেখযোগ্য। তবে কেট উইনস্লেটের অভিযোগের বিষয়ে এ পর্যন্ত এমিনেম বা তার প্রতিনিধির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার