দেখতে দেখতে বছর শেষ হয়ে আসছে। বছরজুড়ে দারুণ কিছু কাজ উপহার দিয়ে আলোচিত হয়েছেন অনেক তারকাই। কেউ আবার চলে গেছেন পর্দার আড়ালে।
ঢাকাই শোবিজের আলোচিত ১০ তারকার কথা জানা যাক।
শাকিব খান
অন্য বছরের মতো চলতি বছরও আলোচনায় শীর্ষে তিনি। তার দুটি সিনেমা মুক্তি পেয়েছে এই বছর। 'বরবাদ' ও 'তাণ্ডব'। 'বরবাদ' রেকর্ডসংখ্যক ব্যবসা করেছে। সেই সাথে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। তার অভিনয়ের প্রশংসা করেছেন একবাক্যে সবাই। এছাড়া তার 'তাণ্ডব' সিনেমাটিও দর্শকদের মন কেড়েছে।
বছরের শেষে এসে 'সোলজার' সিনেমার শুটিং করছেন। এখানেও তাকে নতুন লুক-এ দেখতে পাবেন দর্শকরা। বছর শেষে নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েও চমক দেখিয়েছেন শাকিব খান।
জাহিদ হাসান
ক্যারিয়ারে অনেক প্রশংসিত নাটকে অভিনয় করেছেন। নাটকে সরব থাকলেও এ বছর সিনেমায় তিনি চমক দেখিয়েছেন বিরতির পর। চলতি বছর তার অভিনয়ের জাদু এবং চমক দেখেছেন দর্শকরা। 'উৎসব' সিনেমাটি এ বছর দারুণ ব্যবসা সফল হয়েছে। এই সিনেমায় তার অভিনয় প্রশংসায় ভেসেছে। নতুন করে ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। সিনেমার বাইরে 'আমলনামা' নামে একটি ওয়েব ফিল্মে দুর্দান্ত অভিনয় করেছেন।
জয়া আহসান
একমাত্র বাংলাদেশি অভিনয়শিল্পী, যিনি ভারতীয় বাংলা সিনেমায় এক দশক ধরে সরব আছেন। ২০২৫ সাল যেন এই অভিনেত্রীর। কলকাতা-ঢাকা, দুই জায়গায় জয় জয়কার তার। 'উৎসব' সিনেমা দিয়ে নিজের যোগ্যতা ও মেধার পরিচয় দিয়েছেন। শাকিব খানের সঙ্গে 'তাণ্ডব' সিনেমা দিয়ে বাজিমাত করেছেন। ভারতীয় বাংলা সিনেমায় 'ডিয়ার মা' দিয়ে নন্দিত হয়েছেন। তার 'পুতুল নাচের ইতিকথা' সিনেমাটিও বিদেশের মাটিতে ব্যাপক প্রশংসা পেয়েছে এই বছর।
আফরান নিশো
কম সিনেমা করেও আলোচনায় আছেন। এতেই বোঝা যায়, সংখ্যার চেয়ে দর্শকরা মানসম্পন্ন কাজই বেশি পছন্দ করেন। 'দাগি' সিনেমা দিয়ে চলতি বছর আফরান নিশো তার ভক্তদের সামনে হাজির হয়েছেন। 'সুড়ঙ্গ'র পর 'দাগি' দিয়েও চমক দেখিয়েছেন। 'একেএ' নামে তার একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে এ বছরে। বছরের শেষে এসে এই অভিনেতা কাজাখস্তানে আছেন নতুন সিনেমার শুটিং নিয়ে। 'দম' পরিচালনা করছেন রেদোয়ান রনি। সিনেমাপাড়ায় শোনা যাচ্ছে, 'দম' সিনেমা দিয়ে আফরান নিশো ফের জ্বলে উঠবেন।
সিয়াম আহমেদ
দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। যতগুলো সিনেমা করেছেন সবই আলোচিত হয়েছে। সেই ধারাবাহিকতায় এ বছর তার অভিনীত নতুন সিনেমা 'জংলি' ব্যবসা সফল হয়েছে। সিয়াম আহমেদের অভিনয়ের প্রশংসা করেছেন সবাই। বিশেষ করে নতুন লুক নিয়ে পর্দায় এসেছেন তিনি।
'আন্ধার' নামে নতুন একটি সিনেমা করেছেন। এটি পরিচালনা করেছেন রায়হান রাফী। আরও একটি নতুন সিনেমায় অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন।
তমা মীর্জা
তার সিনেমা ভাগ্য ভালো- এই কথা শোনা যায় সিনেমাপাড়ায়। কম সিনেমা করেও তিনি আলোচনায় আছেন। 'সুড়ঙ্গ'র পর এই নায়িকা দ্বিতীয়বার জুটি হন আফরান নিশোর সঙ্গে 'দাগি' সিনেমায়। সিনেমার বাইরে রায়হান রাফীর পরিচালনায় তমা মীর্জা 'আমলনামা' নামে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন। এখানেও তিনি আলোচিত হয়েছেন ঢের।
মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী
দুজনেই কাছাকাছি সময়ে থিয়েটারে অভিনয় শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক করেছেন দুজন। ওটিটিতেও তারা সরব। আবার চলচ্চিত্রে দিয়েছেন মেধার প্রমাণ। কলকাতার সিনেমায় অভিনয় করেছেন দুজনেই। 'উৎসব' সিনেমা দিয়ে চঞ্চল চৌধুরী আলোচিত হয়েছেন। বছর শেষে তিনি 'দম' সিনেমার শুটিং করছেন দেশের বাইরে। চুক্তিবদ্ধ হয়েছেন ভারতীয় সিনেমায়ও।
মোশাররফ করিমকে নতুনভাবে দেখা গেছে 'চক্কর' সিনেমায়। 'বোহেমিয়ান ঘোড়া' ওয়েব সিরিজে অভিনয় করেও সাড়া পেয়েছেন বেশ।
মেহজাবীন
তার দ্বিতীয় সিনেমা 'সাবা' মুক্তি পেয়েছে এ বছর। এই সিনেমাটি বেশ কয়েকটি দেশের চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছে। দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে 'সাবা' বেশ আলোচিত হয়েছে। মেহজাবীনের অভিনয়ের প্রশংসা করেছেন অনেকে। চলতি বছর তিনি বিয়ের পিঁড়িতে বসেছেন।
সাদিয়া আয়মান
এই নায়িকা 'উৎসব' দিয়ে এ বছর ঝড় তুলেছেন। 'কাজল রেখা' সিনেমার পর নতুন করে এই সাদিয়ার বড় পর্দায় ফিরে আসাটা হয়েছে দারুণ। প্রশংসা ও আলোচনা-দুইই কুড়িয়েছেন বেশ।