পর্নোসাইটে অন্তরঙ্গ দৃশ্য, প্রতিক্রিয়ায় যা বললেন বাঙালি অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম
বড় পর্দায় সৃজিত মুখার্জির ‘মিশর রহস্য’ দিয়ে অভিনয় যাত্রা শুরু করা ত্রিধা চৌধুরী পরে মুম্বাইয়ের হিন্দি সিরিজে পরিচিতি পান। বিশেষ করে ‘আশ্রম’ সিরিজে ববি দেওলের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার পর বিতর্কে জড়ান তিনি।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ত্রিধা চৌধুরী বলেন, একজন অভিনয়শিল্পী যে সীমা মেনে কোনো চরিত্রে অন্তরঙ্গ দৃশ্যে সম্মত হয়েছেন, তার পেছনে অনেক নিবেদন থাকে। উদাহরণস্বরূপ, ‘আশ্রম’-এ আমার চরিত্রটি যৌনকর্মী, তাই পর্দায় অন্তরঙ্গ দৃশ্য থাকতেই পারে। তবে শুটিংয়ের সময় আমি এটি উপভোগ করি না, এটি আমার কাজের অংশ।
তিনি আরও যোগ করেন, প্রোডাকশন টিমের উচিত ছিল নিশ্চিত করা যে এ ধরনের অন্তরঙ্গ দৃশ্য পর্নো সাইটে ছড়িয়ে না পড়ে। এটি নির্মাতারও দায়িত্ব। কোনো কারণে ছড়িয়ে গেলে তা দ্রুত বন্ধ করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে ত্রিধা বলেন, এখন সিনেমার অন্তরঙ্গ দৃশ্য রিলস বা শর্টসেও ব্যাপকভাবে ছড়াচ্ছে। এটা অভিনেত্রীর কাজ আরও কঠিন করে তুলেছে। দর্শকরা প্রায়ই ভুলে যান, আমরা পর্দায় অভিনেত্রীকে শুধু চরিত্রের অংশ হিসেবে দেখি, বাস্তব জীবনের সঙ্গে কোনো মিল নেই।
ত্রিধা আরও জানালেন, ‘আশ্রম’ শুটিংয়ের সময় তিনি অনেক নার্ভাস ছিলেন। তবে ববি দেওল এবং অন্যান্য অভিনেতাদের সঙ্গে কাজ করা সহজ হয়ে গিয়েছিল। পরিচালক প্রকাশ ঝাও সহযোগিতা করেছেন। ত্রিধা মনে করেন সংবেদনশীল দৃশ্যে সবার সহযোগিতা থাকলেই শিল্পীর আত্মবিশ্বাস বাড়ে।