Logo
Logo
×

বিনোদন

ফেরদৌসের পর এবার বাদ পড়লেন পপি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ এএম

ফেরদৌসের পর এবার বাদ পড়লেন পপি

তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ ২০১৮ সালে তার স্বপ্নের সিনেমা ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’-এর কাজ শুরু করেছিলেন। ছবিটিতে ফেরদৌস ও পপিকে জুটি হিসেবে নেওয়া হলেও মাত্র দুদিন শুটিংয়ের পরই সব কিছু থমকে যায়। 

ফেরদৌস রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েন, আর পপি চলে যান আড়ালে। ফলে দীর্ঘ সাত বছরেও কাজটির আর অগ্রগতি হয়নি।

মাস দুয়েক আগে পরিচালক আরিফ জানান, সিনেমা থেকে ফেরদৌসকে বাদ দেওয়া হয়েছে। এবার জানালেন, পপিকেও বাদ দিয়েছেন তিনি। তবে তাদের জায়গায় কারা যুক্ত হচ্ছেন সে বিষয়ে কিছুই বলেননি এই পরিচালক।

আরিফ জামান বলেন, ‘কোনো কূলকিনারা না পেয়েই তাদেরকে সিনেমা থেকে বাদ দিতে হচ্ছে। অনেক তো অপেক্ষা করলাম। আর কতো!’ 

আরও পড়ুন
নতুন কাদেরকে যুক্ত করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে আরিফ বলেন, ‘এই মুহূর্তে জানাতে চাচ্ছি না। পরিকল্পনা এখনো শেষ হয়নি। আশা করছি শিগগিরই জানাতে পারব।’

আরিফ জামান আরও জানান, নতুন বছরের ১৬ জানুয়ারি থেকে শুটিং শুরু হবে। এদিন বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী, কালজয়ী উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যাযয়ের ৮৮ তম মৃত্যুবার্ষিকী। এই দিনটিতেই চূড়ান্ত ঘোষণার মাধ্যমে শুটিং শুরু হবে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার।

প্রসঙ্গত, ছবিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন দর্শনের আলোকে নির্মিত হচ্ছে। এতে শরৎচন্দ্রের ভূমিকায় অভিনয় করছেন গুণী অভিনেতা গাজী রাকায়েত।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার