Logo
Logo
×

বিনোদন

এবার সজলকে নিয়ে নতুন মিশনে অপু বিশ্বাস

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম

এবার সজলকে নিয়ে নতুন মিশনে অপু বিশ্বাস

কয়েক দিন আগেই শবনম বুবলীর সঙ্গে সরকারি অনুদানের সিনেমা ‘শাপলা শালুক’–এর শুটিং শেষ করেছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। রাশেদা আক্তার লাজুক পরিচালিত সেই সিনেমার পর এবার তিনি যুক্ত হলেন নতুন আরেক প্রজেক্টে। নতুন এ সিনেমার নাম ‘দুর্বার’, আর এতে সজলের নায়িকা হচ্ছেন ঢালিউড তারকা অপু বিশ্বাস।

আসছে ১৬ ডিসেম্বর শুরু হবে ‘দুর্বার’-এর শুটিং। সিনেমাটি পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ। 

নির্মাতা ফুয়াদ জানান, দুর্বার’ হবে থ্রিলার ও মার্ডার–মিস্ট্রি ঘরানার সিনেমা। তবে এখনই গল্পের বিস্তারিত জানাতে চান না তিনি। তার লক্ষ্য—১৬ ডিসেম্বর থেকে একটানা শুটিং করে সিনেমাটির দৃশ্যধারণ সম্পন্ন করা। এতে আরও অভিনয় করছেন জান্নাতুল নূর, সানজু জনসহ আরও কয়েকজন।

শোনা যাচ্ছে, আগামী বছর কোরবানির ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে নির্মাতার ভাষায়, আগে সিনেমার কাজ ভালোভাবে শেষ করতে চাই। তারপরই মুক্তির তারিখ ঘোষণা করব। ইচ্ছা আছে কোনো উৎসবে মুক্তি দেওয়ার, কিন্তু তাড়াহুড়ো করতে চাই না। দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দেওয়াই মূল লক্ষ্য।

ইতোমধ্যে ‘দুর্বার’-এর অভিনয়শিল্পীরা রিহার্সালে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পুরো প্রস্তুতি নিয়েই ক্যামেরার সামনে দাঁড়াতে চান সজল ও অপু। শুটিং শুরুর আগে ১৪ ডিসেম্বর তাদের আনুষ্ঠানিক ফটোশুট হবে।সিনেমার পাশাপাশি ডাবিং শিল্পী হিসেবেও বেশ ব্যস্ত সময় পার করছেন সজল। বর্তমানে তিনি একাধিক বিদেশি সিরিয়ালের ডাবিংয়ের কাজ করছেন, যা করতে পেরে তিনি বেশ উপভোগ করছেন বলে জানিয়েছেন।

অন্যদিকে, সম্প্রতি জানা গেছে অপু বিশ্বাস আরেক নতুন সিনেমায় অভিনয় করছেন—বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’। এতে তার নায়ক আদর আজাদ। ‘দুর্বার’ শেষ করেই ‘সিক্রেট’-এর শুটিং শুরু করবেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার