Logo
Logo
×

বিনোদন

অর্ধনগ্ন হয়ে শুটিং, অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী স্বরা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ এএম

অর্ধনগ্ন হয়ে শুটিং, অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী স্বরা

চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীদের বিভিন্ন রূপে পর্দায় হাজির হতে হয়। করতে হয় বিভিন্ন দৃশ্যে অভিনয়। কখনও আব্রুও সরাতে হয়। এবার সেরকম অভিজ্ঞতা ভাগ করে নিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। জানালেন, অর্ধনগ্ন হয়ে অভিনয় করেছেন।

‘বীরে দি ওয়েডিং’ ছবিতে কাজ করতে গিয়ে এমন অভিজ্ঞতা হয়েছিল স্বাওরার। তিনি বলেন, “ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল আমার ‘বীরে দি ওয়েডিং’ ছবিতে কাজ করার সময়। ছবিতে মারাত্মকরকম নজর দেওয়া হত লুক, গ্ল্যামার ও পোশাকের উপর। শুধু তাই নয় একটা সুন্দর শারীরিক গঠন বজায় রাখার চাপও ছিল। এটা মেনে চলা ছিল বেশ কষ্টকর। এমনকী ‘তারিফা’ গানে দৃশ্যের প্রয়োজন বলে এমন সব পোশাক পরতে হয়েছিল আমাকে যা একপ্রকার আমার জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।”

এরপর বলেন, “অর্ধনগ্নই প্রায় ছিলাম। রিয়াকে জিজ্ঞেস করেছিলাম এগুলো কী ধরনের পোশাক? আমাকে একটা সুইমস্যুট পরতে হয়েছিল সঙ্গে পায়ে নেটের স্টকিংস। তৈরি হয়ে ভ্যানিটি ভ্যান থেকে স্টুডিও অবশি ওইভাবে অর্ধনগ্ন হয়ে যেতে আমার ভীষণ অস্বস্তি হয়েছিল। অবশেষে অনেক অনুরোধের পর আমাকে একটা তোয়ালে দেওয়া হয়। যা গায়ে জড়িয়ে আমি কিছুটা স্বস্তি পাই।”

প্রসঙ্গত, ‘বীরে দি ওয়েডিং’-এর পরিচালক রিয়া কাপুর। স্বরা ছারাও অভিনয় করেছেন সোনম কাপুর ও কারিনা কাপুর।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার