Logo
Logo
×

বিনোদন

শাকিব খান যোগ দিচ্ছেন রাজনৈতিক দলে?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ এএম

শাকিব খান যোগ দিচ্ছেন রাজনৈতিক দলে?

গত কয়েকদিন ধরে নেটিজেনদের মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে মেগাস্টার শাকিব খান কি রাজনীতিতে যোগ দিচ্ছেন?

এবার নাকি শাকিব খান মুভির ‘রাজনীতি’ থেকে সরাসরি ময়দানের রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন! কয়েক জায়গায় কথা হচ্ছে উনি নাকি নাম্বার ওয়ান দলের মনোনয়নপত্র দাখিল করেছেন। একবার কল্পনা করেন নাম্বার ওয়ান শাকিব খান, সিনেমা হলে না, বাস্তবে আপনার কাছে আপনার মূল্যবান ভোট চাইতে আসছেন। যে মানুষটা পর্দায় নায়ক, তিনি কি এবার দেশের জন্যও ‘হিরো’ হতে চলেছেন?

তার যদি বাস্তব জীবনেও নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা থাকে, তাহলে অনেক কিছুই হয়তো পাল্টে যাবে! শোবিজের আলো পেরিয়ে কি তিনি পা রাখতে চলেছেন রাজনীতির মঞ্চে? ভক্তদের মাথায় এখন একটাই প্রশ্ন ‘নাম্বার ওয়ান শাকিব খান কি এবার দেশের নেতৃত্বেও কিছু করে দেখাবেন?’

শাকিব ভক্তরা এই খবরে আনন্দিত হলেও নেটিজেনদের মধ্যে অনেকেই বলছেন রাজনীতির মঞ্চের চেয়ে পর্দায় নায়ক হিসেবেই শাকিব খান নাম্বার ওয়ান। কিন্তু এখনও কেউ তেমন কিছু বলতে পারছে না। এটা কি শুধু রটনা, নাকি সত্যিকারের ব্রেকিং নিউজ? এখন সেটাই দেখার অপেক্ষা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার