Logo
Logo
×

বিনোদন

‘লাল টুকটুকে বউ’ সাজে নিশাত প্রিয়ম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ এএম

‘লাল টুকটুকে বউ’ সাজে নিশাত প্রিয়ম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নিশাত প্রিয়ম। অভিনয়ের পাশাপাশি নিজের গ্ল্যামারাস লুক দিয়ে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন। এবার তিনি ধরা দিলেন চিরায়ত বাঙালি কনের সাজে। লাল শাড়ি আর ভারী গহনায় নিজেকে বউ সাজিয়ে ভক্তদের রীতিমতো মুগ্ধ করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিশাত প্রিয়ম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিশেষ লুকের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, লাল বেনারসি শাড়ি, গা ভর্তি স্বর্ণালংকার এবং কনের সাজে তিনি যেন লাস্যময়ী এক মানবী। ছবির ক্যাপশনে তিনি হ্যাশট্যাগে যুক্ত করেছেন ‘রেড ইজ মাই কালার’, যা বুঝিয়ে দেয় লাল রঙে তিনি কতটা আত্মবিশ্বাসী।

ছবিগুলো প্রকাশ পেতেই কমেন্ট বক্সে ভক্তদের ভালোবাসার বন্যা বয়ে গেছে। নিশাতের এই স্নিগ্ধ রূপ দেখে কেউ লিখেছেন, ‘বাউ সাজে দারুণ লাগছে।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘লাল টুকটুকে বউ।’ আরেক ভক্ত মুগ্ধ হয়ে লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে।’

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় নিশাত প্রিয়ম। তার এই নতুন ফটোশুটটি ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার