বলিউড অভিনেতা রণবীর সিংয়ের প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ছবি 'ধুরন্ধর' শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ছবিটির ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছিল, এখন তার ছাপ দেখা যাচ্ছে অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যানে। এই মুহূর্তে বক্স অফিসের অন্দরমহলে আলোচনার কেন্দ্রে রয়েছে রণবীরের এই ছবিটি।
ছবিটি মুক্তি পাচ্ছে ২ডি এবং আইম্যাক্স ফরম্যাটে। ব্লকবাস্টার সাফল্যের ইঙ্গিত দিয়ে ইতোমধ্যেই প্রায় ৫০ হাজার টিকিট অগ্রিম বুক করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুসারে, ছবিটি কেবল অগ্রিম বুকিং থেকেই ব্লক সিটসহ প্রায় ৩ কোটি ৭১ লাখ আয় করে ফেলেছে। এই পরিসংখ্যান নিঃসন্দেহে বক্স অফিসে শক্তিশালী সূচনার ইঙ্গিত বহন করছে।
অতীতের বেশ কিছু অ্যাকশন থ্রিলার ছবি বক্স অফিসে ইতিবাচক সাড়া পেয়েছে। সেই ধারা বজায় রেখে 'ধুরন্ধর'ও দর্শক টানতে পারে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা। ছবিটির প্রথম দিনের বক্স অফিস আয় কত হতে পারে, তা নিয়ে বাণিজ্য বিশেষজ্ঞদের মধ্যে বেশ কিছু ভিন্ন মত দেখা যাচ্ছে।
বাণিজ্য বিশেষজ্ঞ রোহিত জয়সওয়াল তার পোস্টে অনুমান করেছেন যে, 'ধুরন্ধর' প্রথম দিনেই ৩৭ থেকে ৪০ কোটি টাকা পর্যন্ত আয় করতে পারে। অন্যদিকে, নবনীত মুন্দ্রা কিছুটা সতর্কভাবে ভবিষ্যদ্বাণী করেছেন যে, প্রথম দিনের আয় ১৬ থেকে ১৮ কোটি টাকার মধ্যে থাকতে পারে।
ইন্ডিয়া বক্স অফিসের প্রতিবেদন অনুযায়ী, ছবিটির প্রথম দিনের আয় ১৫ থেকে ২০ কোটির মধ্যে ঘোরাফেরা করবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের এই পূর্বাভাসগুলো স্পষ্ট করে দিচ্ছে যে, ছবিটির আয়ের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল হলেও, চূড়ান্ত সংখ্যাটি নিয়ে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে, বেশিরভাগ বিশেষজ্ঞই মনে করছেন, প্রথম দিনের বক্স অফিস আয় অন্তত ২০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
রণবীর সিং ছাড়াও ছবিতে অভিনয় করেছেন এক ঝাঁক জনপ্রিয় তারকা। কাস্ট তালিকায় রয়েছেন কিংবদন্তী অভিনেতা সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন এবং অক্ষয় খান্নার মতো বড় তারকারা। তারকাদের এই উপস্থিতি নিঃসন্দেহে ছবিটির আকর্ষণ কয়েক গুণ বাড়িয়ে তুলেছে।