বিবাহবার্ষিকীতে প্রিয়াঙ্কাকে নিয়ে নিকের হৃদয়ছোঁয়া বার্তা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম
বিবাহবার্ষিকীর বিশেষ দিনে স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে স্মরণ করে আবেগঘন বার্তা শেয়ার করলেন মার্কিন সঙ্গীতশিল্পী নিক জোনাস। দিনটির উপলক্ষে নিক ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে ধরেন প্রিয়াঙ্কার একটি স্টাইলিশ ছবি—যেখানে অভিনেত্রীর মুখ দেখা না গেলেও ফুটে উঠেছে তার অনন্য গ্ল্যামার ও উপস্থিতি।
ছবিটির সঙ্গে নিক লিখেছেন, “আমার স্বপ্নের মেয়ের সঙ্গে সাত বছরের যাত্রা।” সংক্ষিপ্ত এই বাক্যেই তিনি প্রকাশ করেছেন প্রিয়াঙ্কার প্রতি তার গভীর অনুভূতি ও ভালোবাসা।
নিক–প্রিয়াঙ্কা দম্পতি বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্কের বিশেষ মুহূর্তগুলো শেয়ার করেন। জন্মদিন হোক, বিবাহবার্ষিকী কিংবা কোনো ব্যক্তিগত উদ্যাপন—প্রতিটি উপলক্ষেই একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দ্বিধা করেন না তারা।
তাদের প্রেমকাহিনির সূচনা হয়েছিল টুইটার (বর্তমান ‘এক্স’)–এ বার্তা বিনিময়ের মধ্য দিয়ে। এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা, তারপর বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই আন্তর্জাতিক তারকা দম্পতি।