Logo
Logo
×

বিনোদন

১৯ মিনিটের ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জান্নাত

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম

১৯ মিনিটের ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জান্নাত

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ১৯ মিনিট ৩২ সেকেন্ড দীর্ঘ এক ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার পর বিপুল বিভ্রান্তি তৈরি হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভুল তথ্যের কারণে মেঘালয়ের তরুণী ও ইনফ্লুয়েন্সার সুইট জান্নাতকে ভিডিওটির নায়িকা বলে ভুলভাবে চিহ্নিত করা হয়। এর ফলে তাকে নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক ট্রলিং ও অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া সৃষ্টি হয়। খবরটি প্রকাশ করেছে দ্য ইকনোমিক টাইমস।

ভিডিওটি ইনস্টাগ্রামে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যবহারকারীরা যাচাই না করেই জান্নাতকে ভিডিওর নারী চরিত্র হিসেবে উল্লেখ করতে শুরু করেন। কয়েক ঘণ্টার মধ্যেই তার ইনস্টাগ্রামের মন্তব্য বক্স এবং ইনবক্সে হাজার হাজার প্রশ্ন ঢোকে, যার মধ্যে সবচেয়ে প্রচলিত প্রশ্ন-ভিডিওর মেয়েটি কি তিনিই?

জান্নাত তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে গুজব উড়িয়ে দেন। প্রায় ৩.৫ লাখ ফলোয়ারের ইনফ্লুয়েন্সার বলেন, আগে আমাকে ভালো করে দেখো, তারপর ওই মেয়েটাকে দেখো। কোথা থেকে আমার মতো লাগছে? কমেন্টে বলো-না, কোথাও না।

তিনি আরও বলেন, তার কমেন্ট বক্সে সবাই ‘১৯ মিনিট’ লিখে যাচ্ছে, যা একেবারেই অযৌক্তিক। একই সঙ্গে হালকা মজার ছলে যোগ করেন, ওই মেয়েটা ইংরেজিতে কথা বলে, আমি তো ক্লাস ১২-এর পর পড়াশোনাই করিনি। ফ্রি-তে আমাকে ভাইরাল করে দিচ্ছে! তবে শেষে তিনি হাসতে হাসতে বলেন, করো করো, আমার কী! আমার তো ভালোই ফলোয়ার বাড়ছে, ভিউও আসছে।

ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা এখনো নিশ্চিত নয়। অনেকেই মনে করছেন, এটি এআই-জেনারেটেডও হতে পারে। বিভ্রান্তি দূর করতে জান্নাত তার ইউটিউব চ্যানেলেও একই ব্যাখ্যামূলক ভিডিও প্রকাশ করেছেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুল তথ্যের প্রভাব নতুন করে সামনে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অর্ধ-সত্য বা ভুয়া ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ার ফলে ব্যক্তিগত সুনাম ও মানসিক শান্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার