Logo
Logo
×

বিনোদন

শাহরুখ খানের কলেজ মার্কশিট ভাইরাল: কোন বিষয়ে কত নম্বর পেয়েছিলেন?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ পিএম

শাহরুখ খানের কলেজ মার্কশিট ভাইরাল: কোন বিষয়ে কত নম্বর পেয়েছিলেন?

বলিউডের ‘বাদশা’ হিসেবে পরিচিত শাহরুখ খান অভিনয়ে যেমন সফল, পড়াশোনাতেও যে তিনি কম ছিলেন না—সেটিই ফের প্রমাণ মিলেছে তার পুরোনো কলেজ মার্কশিট ভাইরাল হওয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই নথি এখন ভক্তদের নতুন আলোচনার খোরাক।

ভারতীয় গণমাধ্যম জানায়, ভাইরাল হওয়া মার্কশিটটি শাহরুখের ১৯৮৫-৮৮ সেশনে দিল্লির হংসরাজ কলেজে অধ্যয়নকালের। অর্থনীতিতে স্নাতক ডিগ্রি নেওয়ার সময়কার এই ফলাফল দেখে অনেকেই তাক লেগে গেছেন।

মার্কশিটে দেখা যায়—শাহরুখ খান কয়েকটি বিষয়ে ৯২ নম্বর পেয়েছিলেন। অংক ও পদার্থবিদ্যা—দুটিতেই তার স্কোর ৭৮। তবে ইংরেজির নম্বর তুলনামূলক কম, মাত্র ৫১।

নথিতে তার জন্মতারিখ ২ নভেম্বর ১৯৬৫ উল্লেখ থাকায় তা নিয়ে কোনো সন্দেহ নেই। বাবার নাম ও শাহরুখের পুরোনো ছবিও এতে যুক্ত রয়েছে, যা ভক্তদের কাছে প্রমাণ করেছে—এটি সত্যিই কিং খানেরই মার্কশিট।

অভিনয় জীবনে নাম লেখান ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে। মুক্তির পরই সিনেমাটি সুপারহিট হয় এবং সেখান থেকেই শুরু শাহরুখের তারকাখ্যাতির উত্থান। এর আগে তিনি টেলিভিশনের বেশ কয়েকটি জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন।

ভাইরাল হওয়া এই নতুন মার্কশিট এখন প্রমাণ করছে—বাদশা শুধু পর্দায় নয়, ক্লাসরুমেও ছিলেন জ্বলে ওঠা ছাত্র

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার