Logo
Logo
×

বিনোদন

মসজিদে বিয়ে নিয়ে যা বললেন শবনম ফারিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম

মসজিদে বিয়ে নিয়ে যা বললেন শবনম ফারিয়া

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া চলতি বছরের সেপ্টেম্বর মাসে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন। মসজিদে বিয়ে এবং স্বামীকে নিয়ে বক্তব্যে সামাজিক মাধ্যমে নেটিজনদের মাঝে বেশ সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।

সম্প্রতি মসজিদে বিয়ের সিদ্ধান্ত এবং স্বামীর বয়স নিয়ে একটি অনুষ্ঠানে হাজির হয়ে সোজাসাপ্টা সেই সমালোচনার জবাব দেন শবনম ফারিয়া।

অভিনেত্রী বলেন, মসজিদে বিয়ের পরিকল্পনা একেবারেই তিনি বা তার স্বামী নেননি। বাংলাদেশে কোনো ছেলে বা মেয়ে যখন বিয়ে করেন, তখন কি ছেলে বা মেয়ে কোনো সিদ্ধান্ত নেন? যেহেতু বাবা নেই, তাই জীবনের যে কোনো সিদ্ধান্ত মা ও বড় দুই বোন-বোনজামাইয়ের কাছ থেকে অনুমোদন নিতে হয়।

মসজিদে বিয়ের ব্যাপারটা গোপন রেখে বিবাহোত্তর সংবর্ধনা দিয়েই বিয়ের খবর জানাতে চেয়েছিলেন। না জানিয়ে বিয়েটা মানুষ স্বাভাবিকভাবে নেয়নি বলে জানিয়েছেন শবনম ফারিয়া। পরে স্বামীর পরামর্শে ফেসবুকে বিষয়টি জানিয়েছেন তিনি।

অভিনেত্রী বলেন, স্বামীর বয়স নিয়েও মানুষের মনে নানা প্রশ্ন জেগেছিল সেই সময়। কিন্তু আমার হাজব্যান্ড অনেক ফিট। সে কারণে তাকে তরুণ দেখায়। ওর অনেক বয়স। সেটি একদমই বোঝা যায় না। আমার থেকে বেশ বড়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার