Logo
Logo
×

বিনোদন

ইভানা-পলাশের নতুন ছবি নিয়ে নানা গুঞ্জন, যা জানা গেল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ পিএম

ইভানা-পলাশের নতুন ছবি নিয়ে নানা গুঞ্জন, যা জানা গেল

বর্তমান সময়ের ছোটপর্দার দুই জনপ্রিয় মুখ জিয়াউল হক পলাশ এবং পারসা ইভানা। এই দুই প্রিয় মুখ ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘কাবিলা’ ও ‘ইভা’ নামে দর্শকদের মনে দাগ কেটেছে। ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’, ‘বিদেশ’, ‘কিডনি’, এবং ‘শেষমেশ’-এর মতো জনপ্রিয় নাটকের পর এবার এ আলোচিত জুটিকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন লুকে। 

জানা গেছে, একটি পানীয় জাতীয় পণ্যের বিজ্ঞাপনচিত্রে জুটি হয়েছেন পলাশ-ইভানা। ইতোমধ্যে এর দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে। নির্মাতা জানিয়েছেন, ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বিজ্ঞাপনটি বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারে আসবে। 

আম্রপালির ইতিহাসনির্ভর গল্পকে ভিত্তি করে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রাকেশ বসু। প্রেম, রাজনীতি ও রাজসভাকেন্দ্রিক সেই সময়কে আধুনিক বিজ্ঞাপনে রূপ দিয়েছেন তিনি। কনসেপ্টও তার। 

নতুন বিজ্ঞাপনের কাজ নিয়ে পলাশ বলেন, থিম বেজড বিজ্ঞাপনটির শুটিং হয়েছে বড় আয়োজনে। কনসেপ্টও দারুণ। যত্ন করে বিজ্ঞাপনটি বানিয়েছেন নির্মাতা। সব মিলিয়ে কাজের অভিজ্ঞতা বেশ ভালো।

পারসা ইভানা বলেন, এই বিজ্ঞাপন আমার কাছে অন্য রকম অভিজ্ঞতা। চরিত্র, সাজসজ্জা সবকিছুই নতুন। রাজকীয় আমেজে শুটিং করেছি। আশা করছি, বিজ্ঞাপনটি দর্শকের পছন্দ হবে।

রাকেশ বসু বলেন, জিয়াউল হক পলাশ ও পারসা ইভানার সঙ্গে এটি আমার প্রথম কাজ। বড় রাজকীয় সেটে কাজ হলেও তারা বেশ মনোযোগী ছিলেন এবং দুজনকে সেই পিরিয়ডিক্যাল টোনে বেশ মানিয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার