Logo
Logo
×

বিনোদন

সিনেমায় নেই, তবুও কোটি কোটি আয় এই নায়িকার!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ এএম

সিনেমায় নেই, তবুও কোটি কোটি আয় এই নায়িকার!

বলিউডে নিয়মিত কাজ না করলেও কীভাবে বিলাসবহুল জীবনযাপন করেন- সাম্প্রতিক এ নিয়ে বেশ প্রশ্ন সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী সোফি চৌধুরী। মাত্র কয়েকটি ছবিতে দেখা গেছে তাকে। যেগুলো করেছেন, সেগুলোও হিট নয়। কিন্তু এবার আলোচনায় এল তার বিলাসবহুল জীবন। 

এ নিয়ে সমালোচনা তৈরি হতেই মুখ খুলেছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে সোফি জানিয়েছেন, তার মূল আয়ের বড় অংশ আসে সঞ্চালনা ও স্টেজ পারফরম্যান্স থেকে।

সম্প্রতি ভারতের উদয়পুরে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দেন সোফি চৌধুরি। সেখানে আন্তর্জাতিক তারকা জেনিফার লোপেজ পারফরম্যান্স করেন। ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে সোফিকে নিয়ে নানা মন্তব্য শুরু হয়। কেউ প্রশ্ন তোলেন—সিনেমায় খুব একটা দেখা যায় না, তবু এত আয় আসে কোথা থেকে?

সমালোচনার জবাবে অভিনেত্রী বলেন, “১৭ বছর ধরে আমি গানের অনুষ্ঠান করছি। আর দেশের এক নম্বর মহিলা সঞ্চালিকা আমি। বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠান, বিয়েবাড়ি বা লাইভ অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য আমায় ডাকা হয়। বলিউডে যে পরিমাণ প্রতিযোগিতা তা সকলের জানা। একজন নায়িকার মাটি শক্ত করতে অনেক সময় লেগে যায়।”

অভিনেত্রী জানান, বলিউডের প্রথম সারির নায়িকারাও অতটা আয় করেন না, যতটা আয় করেন সোফি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার