সাংবাদিকদের নোংরা পোশাক, হাতে মোবাইল—আচরণ নিয়ে ক্ষুব্ধ জয়া বচ্চন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ এএম
বলিউডে অন্যতম বদমেজাজি তারকা হিসেবেই পরিচিত ভারতের বর্ষীয়ান অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়া বচ্চন। কিছুক্ষেত্রে ঠোঁটকাটা মন্তব্য করে বসেন, মেজাজ হারান এই তারকা; যদিও তা নিয়ে আলোচনা-সমালোচনাও নেহাত কম নয়।
প্রায়ই শোনা যায়, ছবিশিকারিদের ওপর চড়াও হন জয়া বচ্চন। এবার মাত্রা আরও বাড়ল, সঙ্গে সাংবাদিকদের পেশাদারিত্ব নিয়েও জোর গলায় প্রশ্ন তুললেন।
ভারতীয় গণমাধ্যমের খবর, তার ছবি তুলতে আসা ব্যক্তিদের পোশাক, শিক্ষাগত যোগ্যতা এবং আচরণের তীব্র সমালোচনা করেছেন জয়া। তার মত, নোংরা পোশাক পরা, হাতে চারটি মোবাইল ফোন নিয়ে আসা এই ব্যক্তিরা সাংবাদিক হতে পারে না।
সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জয়া। বলেন, ‘এরা মিডিয়া? আমিও একজন সাংবাদিকের মেয়ে। তাই ভালো করে জানি সাংবাদিক কাদের বলে। নোংরা পোশাক পরে চলে আসে, হাতে চারটে ফোন নিয়ে। উদ্ভট প্রশ্ন করে, নানা ধরনের মন্তব্য করে। এদের কী করে সাংবাদিক বলা যায়?’
ক্ষোভের সাথে যোগ করেন, ‘নোংরা জামাকাপড় পরে চলে আসে, এরা কারা? ওদের কি কোনো পড়াশোনা আছে?’
উল্লেখ্য, জয়া বচ্চনের বাবা তরুণকুমার ভাদুড়ীও একজন প্রতিষ্ঠিত সাংবাদিক ছিলেন। বাবার সাংবাদিকতার সূত্রে তিনি মনে করেন, বর্তমান ছবিশিকারিদের আচরণ ও বেশভূষা পেশাদার সাংবাদিকতার রীতির পরিপন্থী।