নিরাপত্তার কারণে গায়ক অনুব জৈনের কনসার্ট স্থগিত, অনিশ্চিত টিকিটের মূল্য ফেরত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০১:২৫ পিএম
শুরু হয়েছে শীতকাল। চলছে শীত মৌসুমে বিভিন্ন স্থানে কনসার্ট। কিন্তু আন্তর্জাতিক সংগীতশিল্পীদের নিরাপত্তার অভাবের কারণে একের পর এক কনসার্ট স্থগিত করা হচ্ছে। পাকিস্তানি গায়ক আলি আজমতের কনসার্ট স্থগিত করা হয়েছে। এবার স্থগিত হলো ভারতীয় সংগীতশিল্পী অনুব জৈনের কনসার্ট। আগামী কয়েক সপ্তাহে ঢাকায় আরও একাধিক আন্তর্জাতিক শিল্পীর কনসার্ট রয়েছে। এর মধ্যে পাকিস্তানি ব্যান্ড জাল, কাবিশ ও আতিফ আসলামের কনসার্টও রয়েছে।
আগামী ১২ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সংগীতশিল্পী অনুব জৈনের কনসার্ট। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে কনসার্টটি স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান হাইপনেশন। ঢাকার ১০০ ফিটের কোর্টসাইড মাদানি অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই কনসার্টটি। তবে এক ফেসবুক পোস্টে এটি স্থগিত করে আয়োজক প্রতিষ্ঠান হাইপনেশন।
সামাজিক মাধ্যম ফেসবুকে তারা লিখেছে— নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বর্তমানে আমাদের দর্শক, স্পনসর, পার্টনার ও টিকিট হোল্ডারদের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং দায়িত্বশীল পরিবেশ নিশ্চিত করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল হলে এবং যখন আমরা সংশ্লিষ্ট সবার পূর্ণ নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পারব, তখনই শোটি আয়োজন করা হবে। ইভেন্টের নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ‘যারা টিকিটের মূল্য ফেরত নিতে ইচ্ছুক, তাদের জন্য আমরা শিগগিরই রিফান্ড পলিসি বা নীতিমালা ঘোষণা করব। পরবর্তী আপডেটের জন্য অনুগ্রহ করে আমাদের ফেসবুক পেজে চোখ রাখুন।
এর আগে গত ১৪ নভেম্বর নগরবাউল জেমস ও পাকিস্তানের সুফি-রক ঘরানার সংগীতশিল্পী আলী আজমতকে নিয়ে ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টও স্থগিত করা হয়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন একটি কনভেনশন সেন্টারে এ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত অনুমতি মেলেনি। কনসার্ট আয়োজনে ছিল অ্যাসেন কমিউনিকেশন।