তাসনিয়া ফারিণের স্কেচ এঁকে চারুকলার ছাত্র প্রমাণ দিল চঞ্চল চৌধুরী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম
অভিনেত্রী তাসনিয়া ফারিণের মনোমুগ্ধকর স্কেচ এঁকেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। প্রকাশিত ওই স্কেচে ফারিণের প্রাণবন্ত হাসির অভিব্যক্তি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্কেচটি শেয়ার করে ফারিণ লিখেছেন, ‘By one and only Chanchal Chowdhury.’
চঞ্চল চৌধুরীর শিল্পনৈপুণ্যে আঁকা এই স্কেচটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভক্তরা মন্তব্যে প্রশংসা জানিয়েছেন শিল্পীর প্রতিভা ও সৌন্দর্যের অনবদ্য সংমিশ্রণ নিয়ে।
.jpg)
চঞ্চল চৌধুরীর আাঁকা ফারিণের ছবি
তথ্যমতে, চঞ্চল চৌধুরী অভিনয়ের পাশাপাশি আঁকিবুকির জগতেও তার দক্ষতার পরিচয় দিয়ে চলেছেন দীর্ঘদিন ধরেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সাবেক শিক্ষার্থী চঞ্চল চৌধুরী বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো, অভিনয়, গান, ছবি আঁকায় সমান পারদর্শী। চঞ্চলের অভিনয় জীবন শুরু হয় চারুকলার ছাত্র থাকাকালীন আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে।
অন্যদিকে তাসনিয়া ফারিণ বর্তমানে দেশি-বিদেশি বেশ কয়েকটি ওয়েব সিরিজ ও সিনেমায় অভিনয় করছেন।