Logo
Logo
×

বিনোদন

আতিফ আসলামের কনসার্ট নিয়ে বিভ্রান্তি, গুজবে কান না দেয়ার আহ্বান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০২:২৫ পিএম

আতিফ আসলামের কনসার্ট নিয়ে বিভ্রান্তি, গুজবে কান না দেয়ার আহ্বান

তরুণদের মধ্যে সুরের মূর্চনা ও উচ্ছ্বাসের এক নাম- আতিফ আসলাম। শুদ্ধ সুর, অসাধারণ কণ্ঠ ও চমৎকার পরিবেশনার জন্য বিশেষভাবে পরিচিত এই পাকিস্তানি সংগীতশিল্পী আবারো ঢাকায় আসছেন। আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে তাঁর কনসার্ট ‘এক্স ফোর্স প্রেজেন্টস আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। তবে, কনসার্ট নিয়ে কিছু বিভ্রান্তি ও গুজব ছড়িয়ে পড়ায় আয়োজকরা উদ্বেগ প্রকাশ করেছেন।

এবারের কনসার্টটি ঢাকার একটি আধুনিক, বিস্তৃত ও নিরাপদ আউটডোর ভেন্যুতে অনুষ্ঠিত হবে, যা ১০০ ফিট ও ৩০০ ফিট এলাকার মধ্যবর্তী স্থানে অবস্থিত। আতিফ ভক্তদের জন্য এটি হবে এক শ্বাসরুদ্ধকর রাত, যেখানে ভক্তরা সহজেই ভেন্যুতে প্রবেশ করতে পারবেন। কিন্তু সম্প্রতি কিছু বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে পড়েছে, যেমন—আতিফ আসলাম কনসার্টে অংশগ্রহণ করবেন না, বা ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।

এইসব গুজব নিয়ে আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ ইনক’র মুখপাত্র রিসালাত বলেন, নিরাপত্তাজনিত কারণে ভেন্যুর সঠিক নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না। কিন্তু সব প্রস্তুতি, অনুমোদন ও আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কনসার্টটি যথাযথভাবে আয়োজন করতে আমরা সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও কর্তৃপক্ষের সঙ্গে নিয়ম মাফিক কাজ করছি।

এদিকে আতিফ আসলাম নিজেই তার ফেসবুক পেজে কনসার্টের পোষ্টার শেয়ার করে জানিয়েছেন, “আমি আবারও ঢাকা আসছি। শুধুমাত্র এই কনসার্টে অংশ নিতে আমি ঢাকায় উড়ে আসবো।” তাঁর এই ঘোষণায় ভক্তদের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।

আয়োজকরা ভক্তদের কাছে বিশেষ অনুরোধ জানিয়ে বলেছেন, কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান দেবেন না। এটি একটি স্বচ্ছ, নিরাপদ ও আনন্দদায়ক ইভেন্ট হবে। আমরা বিশ্বাস করি, তরুণদের জন্য এটি একটি উৎসব, একটি উদযাপন।

এছাড়াও, কনসার্টের প্রতিটি টিকেট কিউআর কোডের মাধ্যমে যাচাই করা হবে, যা দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করবে। আয়োজকরা আরও জানিয়েছেন, কনসার্টের টিকেট বিক্রি শুধুমাত্র ‘চলঘুড়ি ডট কম’ প্ল্যাটফর্মে হবে। অন্য কোনো সোশ্যাল মিডিয়া পেজ বা প্ল্যাটফর্মে টিকেট কেনাবেচা হচ্ছে না।

এছাড়া, কনসার্টের একটি অংশের টিকেট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ পুসাব (প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ)-এর মাধ্যমে জুলাই বিপ্লবের ফাইটার ও তাদের পরিবারের সহায়তায় প্রদান করা হবে।

কনসার্টে শুধু আতিফ আসলামই নন, দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড ও শিল্পীরা পারফর্ম করবেন। রিসালাত আরো বলেন, এটি কেবল একটি কনসার্ট নয়, এটি তরুণদের জন্য একটি উৎসব, একটি শক্তির উদযাপন। আমরা চাই এই আয়োজন আমাদের তরুণ প্রজন্মের ইতিবাচক শক্তি, উদ্দীপনা ও ঐক্যকে আরও একবার সামনে নিয়ে আসুক।

এদিকে, আয়োজকরা দেশের তরুণদের অবদানকে সম্মান জানিয়ে এই কনসার্ট আয়োজন করছে এবং তারা আশা করছেন এটি হবে দেশের অন্যতম সফল, নিরাপদ এবং স্মরণীয় কনসার্ট।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার