Logo
Logo
×

বিনোদন

নতুন প্রজন্মের দর্শকপ্রিয় ১০ নায়িকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০২:৫৯ এএম

নতুন প্রজন্মের দর্শকপ্রিয় ১০ নায়িকা

তানজিম সাইয়ারা তটিনী, সামিরা খান মাহী ও তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত

শোবিজে নতুন মুখের আসা-যাওয়া নিত্য ঘটনা। এর মধ্যে কেউ হারিয়ে যান। আবার কেউ হয়ে ওঠেন মস্ত তারকা। তারকাখ্যাতির ছোঁয়া তারাই পান, যারা হয়ে ওঠেন দর্শকপ্রিয়।

গত কয়েক বছরে দেশের শোবিজে নায়িকা হিসেবে এসেছেন বেশ কজন। এর মধ্যে অনেকেই পর্দায় নিজের উপস্থিতি দিয়ে শক্ত জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে। জানা যাক, নতুন প্রজন্মের এমন ১০ নায়িকার কথা।

তাসনিয়া ফারিণ

এই সময়ের অন্যতম দর্শকপ্রিয় নায়িকা তাসনিয়া ফারিণ। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেন। ভারতীয় বাংলা সিনেমায়ও অভিনয় করেছেন। আগামী বছর নতুন একটি ভারতীয় বাংলা সিনেমায় তার অভিনয় করার কথা শোনা যাচ্ছে।

সম্প্রতি তিনি শাকিব খানের প্রিন্স সিনেমার নায়িকা হিসেবেও চুক্তিবদ্ধ হয়েছেন।

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত 'লেডিস অ্যান্ড জেন্টলম্যান' সিরিজে অভিনয় করে প্রথম আলোচনায় আসেন তাসনিয়া ফারিণ।

মিজানুর রহমান আরিয়ানের 'নেটওয়ার্কের বাইরে' ওয়েব ফিল্মে অভিনয় করেও বেশ পরিচিতি পান।

আরও অসংখ্য নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন ফারিণ।

জান্নাতুল সুমাইয়া হিমি

প্রচণ্ড ব্যস্ত অভিনয় নিয়ে। নাটকেই বেশি সরব তিনি। তার অভিনীত অনেক নাটক দর্শকপ্রিয়তাও পেয়েছে। বিশেষ করে ইউটিউবে তার নাটক রেকর্ড গড়েছে চলতি বছর।

রেকর্ড গড়া নাটকের নাম 'শ্বশুরবাড়িতে ঈদ'। এই নাটকটি ইউটিউবে বেশিসংখ্যক দর্শকরা দেখেছেন।

এর আগে 'বড় ছেলে' নাটক শীর্ষে ছিল ইউটিউবে। হিমি বেশিরভাগ নাটক করেন নিলয় আলমগীরের বিপরীতে। দুজনের ভালো একটা জুটি গড়ে উঠেছে।

হিমির অভিনীত নাটকের মধ্যে 'মাছের মানুষ', 'বেক্কল বউ ২', 'শ্বশুরবাড়িতে ঈদ', 'বেশরম' উল্লেখযোগ্য।

সারিকা সাবা

সারিকা সাবা ছোট পর্দার প্রিয় মুখ। ধারাবাহিক নাটক 'ফ্যামিলি ক্রাইসিস' এ ঝুমু চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন।

অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠা সারিকা অভিনীত নাটকের মধ্যে রয়েছে— 'আকাশের নিচে মানুষ', 'রুমালী', 'ক্যামেলিয়া', 'এপার ওপার', 'ছায়া', 'শেষ ভালোবাসা', 'অদৃশ্য রমণী', 'চেনা চেনা লাগে' ও 'পাদুকা'।

২০২৩ সালের মাঝামাঝি সময়ে কিছুটা অনিয়মিত হয়ে যান সারিকা। প্রায় দুই বছর বিরতির পর ওয়েব সিরিজ 'গুলমোহর' দিয়ে আবার অভিনয়ে ফেরেন এই অভিনেত্রী।  

সারিকা সাবা, তানিয়া বৃষ্টি ও কেয়া পায়েল। ছবি: সংগৃহীত

তানজিম সাইয়ারা তটিনী

নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে এখন আলোচনায় রয়েছেন তানজিম সাইয়ারা তটিনী।

সাবলীল ও সুন্দর অভিনয় করে দর্শকদের মন কেড়ে নেওয়া তটিনী প্রেম-ভালোবাসার নাটক যেমন করছেন, তেমনি সিরিয়াস গল্পের নাটকেও দেখা যায় তাকে।

ইয়াশ রোহানের সঙ্গে জুটি হিসেবে ব্যাপক পরিচিত তিনি। সম্প্রতি 'তোমার জন্য মন' ওয়েব ফিল্মে অভিনয় করে সাড়া ফেলেছেন দর্শকদের মাঝে।

ক্লোজআপ কাছে আসার গল্প 'সময় সব জানে' নাটকের মাধ্যমে প্রথম পরিচিতি পান তটিনী। তবে তাকে আলোচনায় নিয়ে আসে 'ভালোবাসার প্রথম কদম ফুল' নাটকটি। 

কেয়া পায়েল

বিশেষ দিনের নাটকে খুব সরব কেয়া পায়েল। ভালোবাসা দিবস, দুই ঈদের নাটকে বরাবরই দেখা যায় তাকে।

সম্প্রতি গায়ক ইমরানের একটি মিউজিক ভিডিওর মডেল হয়েছেন।

অপূর্ব, জোভান, তৌসিফসহ হালের সব জনপ্রিয় নায়কের বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল। কিছুদিন আগে নেপালে নাটকের শুটিং করেছেন।

'একটাই আমার তুমি', 'সেদিন বৃষ্টি হবে', 'হৃদ মাঝারে', 'সরি বিন্দু', 'মেঘ কেটে যাওয়া রোদ' এর মতো অনেক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন কেয়া পায়েল।

সাদিয়া আয়মান

সাদিয়া আয়মান বর্তমান সময়ের সবচেয়ে পরিচিত নাম। নাটক ও সিনেমা— দুই মাধ্যমেই জনপ্রিয় তিনি। 

চলতি বছর 'উৎসব' সিনেমায় তার অভিনীত জেসমিন চরিত্রটি ব্যাপক সাড়া ফেলেছে। বলা হচ্ছে— 'উৎসব' তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট।

২০১৯ সালে ইমরাউল রাফাত পরিচালিত 'টু বি ওয়াইফ' নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করেন সাদিয়া। আলোচনায় আসেন গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত 'কাজল রেখা' সিনেমা দিয়ে।

শিহাব শাহীন পরিচালিত 'মায়াশালিক' চলচ্চিত্রে অভিনয় করে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পুরস্কার জিতে নেন সাদিয়া।

এছাড়া 'আজ আকাশে চাঁদ নেই', 'বৃষ্টির অপেক্ষায়', 'হাসি', 'মেডিসিন ম্যান', 'তুমি ছাড়া মন ভাল নেই', 'সাদা পায়রা' সহ অনেক জনপ্রিয় টেলিভিশন নাটকে অভিনয় করেছেন সাদিয়া আয়মান।

সামাজিক যোগাযোগমাধ্যমেও জনপ্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি ফেসবুকে 'আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?' এমন পোস্ট দিয়ে ভক্তদের নজর কেড়েছেন। 

নাজনীন নীহা

বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছেন। সম্প্রতি শিহাব শাহীন পরিচালিত 'অ্যারেঞ্জ ম্যারেজ' নাটকে তৌসিফ মাহবুবের বিপরীতে অভিনয় করে আলোচনায় এসেছেন নাজনীন নীহা। 

'অবুঝ প্রেম' ও 'লাভ রেইন' নাটক দুটো তাকে পরিচিতি দিয়েছে।

তবে অভিনেতা অপূর্বর বিপরীতে 'মন দুয়ারি' নাটকে অভিনয় করে সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তা পান তিনি।

তানিয়া বৃষ্টি

কয়েকটি সিনেমায় অভিনয় করলেও রুপালি পর্দায় খুব একটা সাফল্য পাননি তানিয়া বৃষ্টি। ছোট পর্দাতেই নিজেকে প্রতিষ্ঠিত করেন।

মোশাররফ করিমের বিপরীতে অন্তত ৬০টি নাটকে অভিনয় করেছেন এই সময়ের ব্যস্ত অভিনেত্রী।

গ্রামীণ ও শহুরে— যে কোনো গল্পের নাটকে নিজেকে মানিয়ে নেয়ার খ্যাতি আছে তার।

২০১৫ সালে আকরাম খানের 'ঘাসফুল' সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তানিয়া বৃষ্টির। দীর্ঘ বিরতির পর রায়হান খানের নতুন সিনেমা 'ট্রাইব্যুনাল'-এ দেখা যাবে তাকে।

সামিরা খান মাহী

বৈচিত্র্যময় চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে পছন্দ করেন সামিরা খান রাহি।

সম্প্রতি ইমরাউল রাফাত পরিচালিত 'বকুল ফুল' নাটকে পাগলির চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

এছাড়া 'বিয়ে করতে গিয়ে', 'সকাল বিকাল রাত্রি', 'গার্লস স্কোয়াড'— এমন বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করেছেন মাহী।

সাদিয়া আয়মান, জান্নাতুল সুমাইয়া হিমি ও নাজনীন নীহা। ছবি: সংগৃহীত

আইশা খান

মডেলিং ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করলেও সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে দ্রুত প্রযোজকদের দৃষ্টি আকর্ষণ করেন আইশা খান।

'কাঠ কয়লার ছবি' নাটকের মাধ্যমে প্রথম শোবিজে আত্মপ্রকাশ করেন। বর্তমানে তিনি নাটক, ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন।

'দাগ' এবং 'ক্যাফে ডিজায়ার' নাটকে অভিনয় করে পরিচিত পান।

সম্প্রতি তৌকীর আহমেদ পরিচালিত ২৬ পর্বের 'ধূসর প্রজাপতি' নাটকে লতা চরিত্রে অভিনয় করে দর্শকদের দৃষ্টি কাড়েন আইশা খান।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার