বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান নির্মাতা শেখ নজরুল ইসলাম আর নেই। ‘চাঁদের আলো’ সিনেমার এই পরিচালক শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যু সংবাদে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমেছে। বিশেষ করে গভীরভাবে শোক প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।
অভিনয় জীবনের শুরুতেই শেখ নজরুল ইসলামের হাত ধরেই আলোচনায় এসেছিলেন ওমর সানী। নব্বইয়ের দশকের অন্যতম স্মরণীয় সিনেমা ‘চাঁদের আলো’-তে প্রথমবার বড়পর্দায় দেখা যায় তাকে। এতে তার সহশিল্পী ছিলেন মুক্তি। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমার গান ‘তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো’ এখনো দর্শকের মনে অমলিন হয়ে আছে।
নির্মাতার মৃত্যু সংবাদে নিজের আবেগ ফেসবুকে প্রকাশ করেছেন ওমর সানী। তিনি লিখেছেন- আমার ওস্তাদ না ফেরার দেশে চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আমার মনে হচ্ছে, আমার বাবা, আমার শ্বশুর, প্রিয়জনদের পর আমার বুকটা আবার খালি হয়ে গেল।
কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লেখেন- শেখ নজরুল ইসলাম একটি ইতিহাস, একটি চলচ্চিত্র। আমার মতো এক অধম ওমর সানীকে তিনি আবিষ্কার করেছিলেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ, ওস্তাদ। সবাই দোয়া করবেন।
শেখ নজরুল ইসলাম ১৯৩৫ সালের ৭ নভেম্বর নাটোরের কালিগঞ্জ থানার পিপরুল গ্রামে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর সম্পন্ন করার পর জহির রায়হান ও খান আতাউর রহমানের সহকারী হিসেবে চলচ্চিত্রে যোগ দেন। ১৯৭৪ সালে ‘চাবুক’ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং এরপর বহু জনপ্রিয় ও সফল চলচ্চিত্র নির্মাণ করেন।