নিউইয়র্কে মারুফের সঙ্গে থাকেন চিত্রনায়িকা মাহিয়া মাহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৮:১৩ পিএম
ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। আওয়ামী দোসর হিসাবে আখ্যায়িত এ নায়িকা ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই আড়ালে চলে যান। ছিটকে পড়েন সিনেমা থেকেও। বেকার থাকায় দীর্ঘ প্রায় এক বছর ঘরবন্দী ছিলেন তিনি। সম্প্রতি দেশ ছাড়েন মাহি। চলে যান নিউইয়র্কে।
সেখানে যেয়ে নায়ক মারুফের বাড়িতে উঠেন এ অভিনেত্রী। যদিও তিনি বলেছেন এটি তার অবসর কাটানোর সফর। কিন্তু বাস্তবতা ভিন্ন, রাজনীতির কারণে আওয়ামী সরকার পতনের পর দেশে বেকায়দা পড়ে যান তিনি। তাই বিদেশেই কাজের সুযোগে সেখানে পাড়ি জমান।
সূত্র বলছে, সেখানেই স্থায়ী হওয়ার বন্দোবস্ত করছে মাহি। কিছুদিন আগে নিউইয়র্কে একটি স্টেজ শোতেও তাকে পারফর্ম করতে দেখা গেছে। এদিকে সম্প্রতি তিনি অংশ নেন চিত্রনায়ক জায়েদ খানের একটি শো-তে। জায়েদ খানের সঞ্চালনায় ঠিকানা টিভির ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শোতে অতিথি হয়েছিলেন মাহি। সেখানে তার ক্যারিয়ারের উত্থান-পতন, অভিজ্ঞতা ও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গে কথা বলেছেন।
‘আমেরিকায় থেকে বাংলা খাবার মিস করছেন কি?’, জায়েদ খানের এমন প্রশ্নের উত্তরে মাহি হেসে বলেন, ‘না, একদমই না। কারণ আমি এখন নায়ক মারুফ ভাইয়ের বাসায় থাকছি। যা খেতে চাই বললেই ভাবি রান্না করে দেন।’
উল্লেখ্য, শো-এর পুরো পর্বটি ধারণ করা হয়েছে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে। বাংলাদেশ সময় ২১ নভেম্বর রাত ৮টায় পর্বটি প্রচারিত হয় ঠিকানা টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।