Logo
Logo
×

বিনোদন

ঢাকার সিনেমাতে অভিনয়, শয্যাদৃশ্য নিয়ে পড়েছিলেন বিতর্কের মুখে!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম

ঢাকার সিনেমাতে অভিনয়, শয্যাদৃশ্য নিয়ে পড়েছিলেন বিতর্কের মুখে!

দেড় দশকের ক্যারিয়ারে পাঁচ ভাষার সিনেমায় অভিনয় করেছেন শ্রদ্ধা দাস। এর মধ্যে তেলেগু, কন্নড়, মালয়ালম ভাষার সিনেমা রয়েছে। এর বাইরে তাকে দেখা গেছে একাধিক বাংলা ভাষার সিনেমাতেও।

বছর সাতেক আগে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘বাদশা’ সিনেমায় অভিনয় করেছিলেন শ্রদ্ধা।

 মুম্বাইয়ের এক বাঙালি পরিবারে শ্রদ্ধার জন্ম; তাঁর বাবা একজন ব্যবসায়ী ও মা গৃহিণী

এতে তার সহশিল্পী ছিলেন কলকাতার জিৎ ও ঢাকার নুসরাত ফারিয়া। সিনেমাটিতে শ্রদ্ধা দাসের একটি শয্যাদৃশ্য রয়েছে; পাশাপাশি তাকে বিকিনিতেও দেখা গেছে। বিষয়টি নিয়ে ঢাকায় বিতর্কের ঝড় উঠেছিল। 

মুম্বাইয়ের এক বাঙালি পরিবারে শ্রদ্ধার জন্ম; তার বাবা একজন ব্যবসায়ী ও মা গৃহিণী।

Shraddha Das attends "Artham" promotions in a floral saree!

২০০৮ সালে তেলেগু সিনেমা ‘সিদ্দু ফ্রম সাইকাকুলাম’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। অভিষেকের পরপরই ছয়টি সিনেমায় নাম লেখান তিনি। 

কখনো করপোরেট প্রতিষ্ঠানের কর্মী, সাইকো প্রেমিকা কিংবা দৃঢ় স্বভাবের পুলিশ সদস্য—একের পর এক প্রথাভাঙা চরিত্রে নিজেকে মেলে ধরেছেন শ্রদ্ধা। ‘দিল তো বাচ্চা হ্যায় জি’, ‘সনম তেরি কসম’, ‘বাবুমশাই বন্দুকবাজ’–এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।

নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘খাকি চ্যাপ্টার ওয়ান’ ও ‘খাকি চ্যাপ্টার টু’–তেও দেখা গেছে তাকে।

মুম্বাইয়ের এক বাঙালি পরিবারে শ্রদ্ধার জন্ম; তাঁর বাবা একজন ব্যবসায়ী ও মা গৃহিণী

South actress Shraddha Das does not like gym know how she keeps herself fit

শ্রদ্ধাকে সর্বশেষ দেখা গেছে মাসখানেক আগে জিও হটস্টারে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘সার্চ: দ্য নায়না মার্ডার কেস’-এ। রক্ষা পাতিল নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা দাস; যিনি এক রাজনৈতিক নেতার গোপন প্রেমিকা। সিরিজটিতে অভিনয় করে এই মুহূর্তে আলোচনার তুঙ্গে রয়েছেন এ বলিউড অভিনেত্রী।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার