Logo
Logo
×

বিনোদন

মিথিলার পর এবার ‘ওয়াশরুম ভিডিও’ প্রসঙ্গে মুখ খুললেন মাহি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম

মিথিলার পর এবার ‘ওয়াশরুম ভিডিও’ প্রসঙ্গে মুখ খুললেন মাহি

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’। এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’র মুকুট জয় করার পর তিনি দেশের পতাকা হাতে অক্টোবরের শেষ দিকে থাইল্যান্ডে পৌঁছান প্রতিযোগিতার মূল মঞ্চে।

বিদেশের মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে যখন মিথিলা প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই পুরনো একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্কের মুখে পড়েছেন তিনি।

সম্প্রতি পুরনো সেই বিতর্কিত ‘ওয়াশরুম ভিডিও’ প্রসঙ্গে লাইভে এসে মুখ খুলেছেন মিথিলা। নেটিজেনদের ক্রমাগত নেতিবাচক প্রচারণায় তিনি রীতিমতো বিব্রত।

লাইভে এসে মিথিলা স্বীকার করেন যে, ঘটনাটি প্রায় সাত থেকে আট বছর পুরনো। সেই সময় তার সঙ্গে ছিলেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি।

বিতর্ক আর সমালোচনার মুখে বন্ধু মিথিলার পাশে দাঁড়ালেন অভিনেত্রী সামিরা খান মাহি। মিথিলাকে টেনে নামানোর এই প্রবণতাকে সমালোচনা করে তিনি এক ভিডিও বার্তা শেয়ার করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে মাহি লেখেন, যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, তাকে ছোট করলে দেশটাই ছোট হয়।

‘ওয়াশরুম ভিডিও’ প্রসঙ্গে মাহি বলেন, আজ থেকে নয়-দশ বছর আগে আমি আর মিথিলা একটা ভুল করেছিলাম। তখন অনেক ছোট ছিলাম, জীবনটাকে তেমন ভাবে বুঝতাম না। অনেকেই আসল গল্পটা জানেন না। আমরা তখন ব্যাংককে ছিলাম। রাতে মুভি দেখতে গিয়েছিলাম আমি, মিথিলা আর আমাদের একজন ছেলে বন্ধু। মুভি দেখে বের হয়ে আমরা ওয়াশরুমে যাই। আমার ছেলে ফ্রেন্ড মেইল ওয়াশরুমে যায় আর আমরা ফিমেইল ওয়াশরুমে। আমার ছেলে ফ্রেন্ড অনেক সময় চলে গেলেও সে বের হচ্ছিল না। তখন আমরা বেশ চিন্তায় পড়ে যাই। এরপর আমরা তার ওয়াশরুম মানে মেইল ওয়াশরুমে গিয়ে অনেক ডাকি। রাত অনেক হয়ে যাওয়ায় তখন একদম ফাঁকাই ছিল ওয়াশরুমটি। যখন আমরা আমাদের ছেলে ফ্রেন্ডটিকে ডাকি তখন সে বলে তার দেরি হবে আর তখন আমরা মজা করেই আয়নার সামনে দাঁড়িয়ে ভিডিও করি নিজেদের। সেটি পরে ভাইরাল হলে অনেকেই নানা ভাবে বিষয়টি দেখেন ও নানা নেভেটিভ মন্তব্য করেন। 

এরপর মিথিলাকে সমর্থন জানিয়ে অভিনেত্রী বলেন, তানজিয়া জামান মিথিলাকে টেনে নামালে আমরা কেউই ওপরে উঠি না। দেশকে ভালোবেসে যে লড়ে, তাকে সমর্থন করাই আমাদের শক্তি।


Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার